ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

স্বাস্থ্যের নিবন্ধন পেল রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৪, ৩ জানুয়ারি ২০২৪ | আপডেট: ১৫:২৫, ৩ জানুয়ারি ২০২৪

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের রেজিস্ট্রেশনভুক্ত হয়েছে রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল (ইউনানী)। এর মধ্য দিয়ে ইউনানী ও আয়ুর্বেদিক চিকিৎসার ক্ষেত্রে অভাবনীয় সাফল্যের দ্বার উন্মোচিত হলো।

লক্ষ্মীপুরে অবস্থিত এ প্রতিষ্ঠানটি ইতোমধ্যে গোটা বাংলাদেশে ন্যাচারাল হেল্থ এডুকেশন সেক্টরে আলো ছড়াতে শুরু করেছে। 

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিবন্ধন প্রাপ্তি উপলক্ষে রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল (ইউনানী) এর প্রিন্সিপাল অধ্যাপক হাকীম কামরুন নাহার হারুনের নেতৃত্বে কলেজের একটি প্রতিনিধি দল প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং হামদর্দ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও চিফ মোতাওয়াল্লী ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া’কে ফুলেল শুভেচ্ছা জানায়।

রোববার (৩১ ডিসেম্বর) সকালে রাজধানীর বাংলামোটরে হামদর্দের প্রধান কার্যালয়ে শুভেচ্ছা গ্রহণ শেষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এ সময় ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া বলেন, রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল (ইউনানী) স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসক নিবন্ধনের আওতাভুক্ত হওয়ায় ইউনানী ও আয়ুর্বেদিক শিক্ষায় ডিগ্রীপ্রাপ্ত চিকিৎসকরা এখন সরকারি সকল সেক্টরে চাকুরির সুবিধা পাবেন। পাশাপাশি, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও ভূমিকা রাখতে পারবেন। 

তিনি আরও বলেন, কোভিড-১৯ পরবর্তি সময়ে সমগ্র বিশ্ব নতুন করে ন্যাচারাল মেডিসিনের গুরুত্ব উপলব্ধি করতে শুরু করেছে। মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে একদল দক্ষ ও প্রশিক্ষিত চিকিৎসক তৈরি করতে রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল (ইউনানী) বিরামহীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের নিরলস কর্মতৎপরতার কারণেই কলেজটি স্বাস্থ্য অধিদপ্তরের চিকিৎসক নিবন্ধন পেয়ে চমক সৃষ্টি করেছে। 
 
এ সময় আধুনিক হামদর্দ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া কলেজের প্রিন্সিপাল অধ্যাপক হাকীম কামরুন নাহার হারুন এবং সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জানান। 

সাফল্যের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে অধ্যাপক হাকীম কামরুন নাহার হারুন বলেন, কলেজের প্রতিষ্ঠাতা মহোদয়ের দিকনির্দেশনায় রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল (ইউনানী) দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রেখে বাংলাদেশে ইউনানী-আয়ুর্বেদিক সেক্টরে বিপ্লব তৈরি করবে এ প্রতিষ্ঠান।
  
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভিসি অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, হামদর্দ বাংলাদেশের সিনিয়র পরিচালক অর্থ ও হিসাব মো.আনিসুল হক, হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক অবসরপ্রাপ্ত লে. কর্ণেল মাহবুবুল আলম চৌধুরী, পরিচালক উৎপাদন বশির আহাম্মদ, পরিচালক বিপণন মোহাম্মদ শরীফুল ইসলাম, পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক, স্বাস্থ্য অধিদপ্তরের ইউনানী বিভাগের ডেপুটি প্রোগ্রাম ম্যানাজার আবু বকর সিদ্দিক, আয়ুর্বেদিক বিভাগের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার এএফএম কামরুজ্জামান সুমন, রওশন জাহান ইস্টার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল (ইউনানী) এর ভাইস প্রিন্সিপাল সাইদুল ইসলাম খান। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি