ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

স্মরণকালের ব্যাংক ডাকাতির পর দেশপলাতক মোদি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৪, ১৬ মার্চ ২০১৮

ভারতের স্মরণকালীন ব্যাংক ডাকাতির পর কেবল নীরব মোদী ও বিজয় মালিয়াই নন, দুর্নীতি করে বিদেশে পাড়ি দিয়েছেন ৩১ জন ভারতীয়। বৃহস্পতিবার লোকসভায় ৩১ জনের নামের তালিকা দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এমজে আকবর। ওই তালিকায় নাম রয়েছে নীরব মোদী ও তাঁর মামা মেহুল চোকসির।

এমজে আকবরের দেওয়া তালিকায় নাম রয়েছে নীরব মোদীর স্ত্রী অ্যামি নীরব মোদী, ছেলে নীশাল মোদী এবং বিজয় মালিয়া, ললিত মোদী ও সঞ্জয় ভান্ডারির। তবে কবে থেকে তাঁরা দেশছাড়া, তা উল্লেখ করেননি কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। আকবর বলেন,``বিজয় মালিয়া, আশিস জোবানপুত্র, পুস্পেশ কুমার বেদ, সঞ্জয় কালরা, বর্ষা কালরা ও আরতি কালরার প্রত্যর্পণের আবেদন করেছে সিবিআই।

সংশ্লিষ্ট দেশগুলিতে তা পাঠানো হয়।ইচ্ছাকৃত ঋণখেলাপকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে সংসদে `পলাতক আর্থিক অপরাধী ২০১৮` বিল আনার সিদ্ধান্ত নিয়েছে অর্থমন্ত্রক।

উল্লেখ্য ভারতের ফিউগিটিভ ইকোনোমিক অফেনডারস বিল ২০১৮ আইনে পরিণত হলে ঋণখেলাপকারীদের দেশে-বিদেশে সম্পত্তি বেচে অর্থ জোগাড় করতে পারবে ব্যাঙ্কগুলি। 

সূত্র: জি নিউজ

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি