ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্মার্ট নৌকা এগিয়ে যাবে সকল বাধা পেরিয়ে : সাঈদ খোকন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১২, ২৫ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

স্মার্ট নৌকা সকল বাধা পেরিয়ে এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, ‘প্রিয় নেত্রী শেখ হাসিনার স্মার্ট নৌকা সকল বাধা পেড়িয়ে এগিয়ে যাবে। এ নৌকা উন্নয়নের পথে এগিয়ে যাবে সকল বাধা পেরিয়ে।’

আজ সোমবার দুপুরে পুরান ঢাকার দয়াগঞ্জে গণসংযোগে গিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন  আওয়ামী লীগের কেন্দ্রীয কমিটির সদস্য সাঈদ খোকন।

ঢাকা-৬ আসনের জনগণ স্মার্ট নৌকার সঙ্গী হতে চায় জানিয়ে সাঈদ খোকন বলেন, দেশের মানুষের কাছে ডিজিটাল বাংলাদেশের ওয়াদা করেছিলেন শেখ হাসিনা। তিনি তাঁর ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করেছেন। তাঁর কল্যাণে বাংলাদেশ ডিজিটালাইজড হয়েছে। এখন তিনি স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তাই স্মার্ট ঢাকা বিনিমার্ণে নৌকা প্রতীকে ভোট চাই।'

৭ জানুয়ারি নির্বাচনে বিপুল ভোটার উপস্থিতির মাধ্যমে নৌকার বিজয় হবে আশা প্রকাশ করে তিনি বলেন, আমরা সবসময় বলেছি অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা পূরণের জন্য আমরা কাজ করে যাচ্ছি।

সূত্র; বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি