ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

স্মার্টফোনে ব্যবহার উপযোগী পেনড্রাইভ আনল গ্লোবাল ব্র্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০২, ৪ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১১:৩৪, ৭ জানুয়ারি ২০১৮

স্মার্টফোনে ব্যবহার উপযোগী নতুন মডেলের পেনড্রাইভ বাজারে আনল গ্লোবাল ব্র্যান্ড। এডাটা ব্র্যান্ডের এ নতুন পেনড্রাইভটির মডেলের নাম দেওয়া হয়েছে ইউভি ৩২০।

দ্রুতগতির ইউএসবি ৩.১ ইন্টারফেসের এ পেনড্রাইভটি সাধারণ কম্পিউটারের পাশাপাশি ব্যবহার করা যাবে স্মার্টি টিভি, ডিভিডি এবং বিশেষ করে স্মার্টফোনের সাথে। তবে স্মার্টফোনে ব্যবহারের জন্য প্রয়োজন হবে ওটিজি (অন দ্য গো) ক্যাবলের।

১৬ এবং ৩২ গিগাবাইট ধারণ ক্ষমতার পেনড্রাইভটি পাওয়া যাবে কালো-নীল অথবা সাদা-সবুজ রঙে। ১৬ জিবি পেনড্রাইভের দাম পরবে ৭৫০টাকা এবং ৩৩২ জিবির দাম পরবে ১১৫০টাকা।

আজ ব্রৃহস্পতিবার থেকে গ্লোবাল ব্র্যাণ্ডের সবগুলো শাখায় পাওয়া যাবে এ পেনড্রাইভটি।

 

এসএইচএস/টিকে

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি