ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

স্মিথ-ওয়ার্নারের এক বছরের নিষেধাজ্ঞা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫১, ২৮ মার্চ ২০১৮

বল টেম্পারিংয়ে অভিযুক্ত অস্ট্রেলিয়া দলের অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে এক বছরের নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। একইসঙ্গে টেম্পারিংয়ের সঙ্গে সরাসরি যুক্ত থাকায় ক্যামেরুন ব্যানক্রফ্টকে ৯ মাসের জন্য বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।

এদিকে অস্ট্রেলিয়া ক্রিকেটে অধিনায়কত্ব করা থেকে স্মিথ ও ওয়ার্নারকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে তাদের শাস্তির বিষয়টি জানানো হবে বলে জানিয়েছেন বোর্ডের কর্তারা। স্মিথদের টেম্পারিং কাণ্ড ফাঁস হওয়ার পরই গোটা অস্ট্রেলিয়াজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

এদিকে শাস্তি হলেও প্রত্যেক ক্রিকেটারই সিএ’র কোড অনুযায়ী শুনানির মাধ্যমে একটি স্বাধীন কমিশনে চ্যালেঞ্জ করতে পারবেন। এই শুনানিটি প্রকাশ্যে হবে না অপ্রকাশ্যে তা নির্ধারন করবে কমিশনের বিচারকেরা।

এর আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টের তৃতীয় দিন স্মিথদের বল টেম্পারিং নিয়ে ক্রিকেট বিশ্বে তোলপাড় পড়ে যায়। টিভি ফুটেজে দেখা যায় ফিল্ডিংয়ের সময় ব্যানক্রফ্ট পকেট থেকে হলুদ রঙ্গের একটি কাগজ বের করে বলের উপর ঘষছেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পর স্মিথ ও ব্যানক্রফ্ট টেম্পারিংয়ের বিষয়টি স্বীকার করে বলেন টেম্পারিং খেলার একটি অংশ।

এ ঘটনার পরই নেতৃত্ব অসিদের নেতৃত্ব থেকে সরে দাঁড়ান স্মিথ ও ওয়ার্নার। শুধু তাই নয়, আইপিএল থেকেও নিজেদের অধিনায়কত্ব প্রত্যাহার করে নেয় ওই দুই ক্রিকেটার।

টেম্পারিংকাণ্ডের মধ্যেই আইসিসি স্মিথকে চারটি ডিমেরিট পয়েন্ট দিয়ে এক টেস্টের নিষেধাজ্ঞা ও ম্যাচ ফি’র শতভাগ জরিমানা করে। সঙ্গে ব্যানক্রফ্টকে ৭৫ শতাংশ জরিমানা ও তিনটি ডিমেরিট দেওয়া হয়।

সূত্র: ইএসপিএন
এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি