ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

স্মিথকে ফেরালেন মিরাজ, লড়াইয়ে অষ্ট্রেলিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৪, ২৮ আগস্ট ২০১৭ | আপডেট: ১৬:২৩, ২৮ আগস্ট ২০১৭

বিপদে কাল শেষ বিকেলেই পড়েছে অস্ট্রেলিয়া—১৫ রানে ৩ উইকেট হারিয়ে। ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের সকালে সেই বিপদ আরও বাড়ল। মেহেদী হাসান মিরাজের বলে বোল্ড হয়ে ফিরলেন অধিনায়ক স্টিভ স্মিথ।


সকালে দ্রুত স্টিভেন স্মিথকে হারানো অস্ট্রেলিয়াকে লড়াইয়ে এগিয়ে নিচ্ছেন ম্যাট রেনশ ও পিটার হ্যান্ডসকম। দুই জনের ব্যাটে ১৮তম ওভারে পঞ্চাশ পার হয়েছে অতিথিদের সংগ্রহ। ২৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৮৪/৪।


প্রথম দিনের খেলায় মিরাজের শিকার হয়েছিলেন অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। বাঁহাতি এই ওপেনারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছিলেন মিরাজ। এবার অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথের উইকেটটিও ঝুলিতে পুরেছেন এই তরুণ অফস্পিনার। স্মিথ সাজঘরে ফিরেছেন বোল্ড হয়ে। দুজনের ব্যাট থেকেই এসেছে ৮ রান। প্রথম দিনে সাজঘরমুখী হয়েছিলেন নাথান লায়ন ও উসমান খাজাও। ফলে মাত্র ৩৩ রান সংগ্রহ করতেই চার উইকেট হারিয়ে বেশ চাপের মুখেই পড়ে গেছে অস্ট্রেলিয়া।


সকালে সাকিব আল হাসানের বলে রিভিউ নিয়ে হ্যান্ডসকমকে ফেরাতে পারেনি বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের বলে এলবিডব্লিউ হওয়ার পর রিভিউ নিয়ে বাঁচেন রেনশ।

প্রথম দিন শেষে স্কোর
অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৯ ওভারে ১৮/৩ (ওয়ার্নার ৮, রেনশ ৬*, খাওয়াজা ১, লায়ন ০, স্মিথ ৩*; শফিউল ০/৮, মিরাজ ১/৭, সাকিব ১/৩)
বাংলাদেশ ১ম ইনিংস: ৭৮.৫ ওভারে ২৬০ (তামিম ৭১, সৌম্য ৮, ইমরুল ০, সাব্বির ০, সাকিব ৮৪, মুশফিক ১৮, নাসির ২৩, মিরাজ ১৮, তাইজুল ৪, শফিউল ১৩, মুস্তাফিজ ০*; হেইজেলউড ০/৩৯, কামিন্স ৩/৬৩, লায়ন ৩/৭৯, অ্যাগার ৩/৪৬, ম্যাক্সওয়েল ১/১৫)

সূত্র : ক্রিকইনফো।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি