স্মৃতিসৌধে সর্বস্তরের জনতার ঢল
প্রকাশিত : ১০:৪২, ২৬ মার্চ ২০২৫

জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেমেছে সর্বস্তরের জনতার ঢল। ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয় দেশের জন্য আত্মদানকারী বীর শহীদদের।
বুধবার সকাল ৬টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শ্রদ্ধা জানানোর পর প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস শ্রদ্ধা জানান। এরপর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা শ্রদ্ধা জানান।
পরে জাতীয় স্মৃতিসৌধ খুলে দেওয়া হয় সর্ব সাধারণের জন্য। এরপরে সেখানে নামে হাজারো মানুষের ঢল। সকাল থেকেই রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী, শিশু-কিশোর ও বয়োবৃদ্ধরা জানাচ্ছে শ্রদ্ধা।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রদ্ধার ফুলে ফুলে ভরে যাচ্ছে শহীদ বেদী। একইসঙ্গে দলে দলে ফুল হাতে নিয়ে শ্রদ্ধা জানাতে প্রবেশ করেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ। এ সময় অনেকে লাল-সবুজের পোশাক পরিধান করে হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানানোর জন্য অপেক্ষা করছিলেন। শিশু-কিশোর থেকে বয়োবৃদ্ধরাও আসছেন জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে।
এদিকে, সারাদেশে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস দিবস পালন করছে জাতি। জেলার শহিদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও পতাকা উত্তোলনের মাধ্যমে স্মরণ করছে দিনটিকে।
যথাযোগ্য মর্যাদায় রাজধানীসহ সারাদেশে সারা দেশে ৫৪তম স্বাধীনতা দিবস পালন করেছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ।
ভোরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, জেলা বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম। পরে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন, পুলিশ, প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান শ্রদ্ধা জানায়।
চুয়াডাঙ্গায় স্বাধীনতা দিবস উপলক্ষে শহিদ স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। সকালে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও পতাকা উত্তোলন করা হয়। জেলা প্রশাসন, পুলিশ ও মুক্তিযোদ্ধা সংসদ থেকে শ্রদ্ধা জানানোর পর বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শ্রদ্ধাঞ্জলি জানায়। পরে মুক্তিযোদ্ধারদের স্মরণে দোয়া করা হয়।
দিনাজপুরের হিলিতে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে সকালে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সুচনা করা হয়। পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।
মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। গল্লামারী শহিদ স্মৃতিসৌধে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।
মানিকগঞ্জে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষ।
নানা আয়োজনে ময়মনসিংহে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। সূর্য ওঠার সাথে সাথে নগরীর কেন্দ্রীয় স্মৃতিসৌধে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপনের শুরু করা হয়। পরে শহীদ পীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে নেত্রকোণায় পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস। সকালে কালেক্টরেট ভবন প্রাঙ্গনে একত্রিশবার ৩১ বার তোপধ্বনিতে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
এছাড়াও দেশের বিভিন্ন জেলার দিবসটি পালন করছে সর্বস্তরের মানুষ।
এএইচ
আরও পড়ুন