ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

স্যামসাংয়ের প্রধান নির্বাহীর পদত্যাগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৬, ১৩ অক্টোবর ২০১৭

প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা ওউন ওহিউন পদত্যাগ করছেন দুর্নীতির অভিযোগে স্যামসাং গ্রুপের উত্তরাধিকারী জে ইয়ং লির কারাদণ্ডের পর স্যামসাংয়ের ভাইস চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন ওউন।

ওউন বলেন, স্যামসাংয়ের জন্য নতুন নেতৃত্ব নির্বাচন করার উপযুক্ত সময় এখনই। স্যামসাং-এর পক্ষ থেকে আজ শুক্রবার ওহিউন ওউনের পদত্যাগের তথ্য জানানো হয়েছে।

১৯৮৫ সালে গবেষক হিসেবে স্যামসাংয়ে যোগ দিয়েছিলেন ওউন। ২০১২ সালে প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পান তিনি।

এক বিবৃতিতে স্যামসাং জানায়, ওউন ব্যবস্থাপনা টিম থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি স্যামসাং ডিসপ্লের প্রধান নির্বাহী কর্মকর্তার পদটিও ছাড়বেন। ২০১৮ সালের মার্চে স্যামসাংয়ের বোর্ড সদস্য হিসেবে মেয়াদ শেষ হচ্ছে তার।

ইয়ং লির কারাদণ্ডের পর স্যামসাংয়ে ওউনই প্রধান হিসেবে কাজ করছিলেন। গত আগস্ট মাসে ইয়ং লিকে দুর্নীতির দায়ে পাঁচ বছর কারাদণ্ড দেয় দক্ষিণ কোরিয়ার একটি আদালত। লি ওই আদেশের বিরুদ্ধে আপিল করেছেন তিনি।

সূত্র: সিএনবিসি

 

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি