ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪

স্লুইচ গেট সমস্যায় বিপাকে মৌলভীবাজারের বোরো চাষীরা

প্রকাশিত : ১২:৩৪, ১ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১২:৩৪, ১ ফেব্রুয়ারি ২০১৬

বোরো ফসল ফলানোর লক্ষে নির্মিত স্লুইচ গেট ও পানি প্রবাহের জন্য পাকা ড্রেন নির্মাণের পর ড্রেনের একটি অংশ ভেঙ্গে যাওয়ায় বিপাকে পড়েছেন মৌলভীবাজারের কৃষকরা। ড্রেন ভেঙ্গে পানির স্রোতে ক্ষতির মুখে ফসলী জমি। বোরো চাষের প্রস্তুতি নিয়ে দিশেহারা হাইল হাওরের পূর্বপাড়ের শত শত কৃষক। এর জন্য ঠিকাদার প্রতিষ্ঠান ও কিছু দুর্নীতিবাজ লোককেই দায়ী করছেন কৃষকসহ স্থানীয়রা। মৌলভীবাজারের হাইল হাওরের পূর্বপাড়ের ইচ্ছবপুর, নোয়াগাঁও ও উত্তর ভাড়াউড়া এলাকার কয়েক হাজার হেক্টর এক ফসলা আমন জমিকে দুই ফসলের আওতায় আনতে সরকার প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে ৩টি স্লুইচ গেট ও প্রায় ৪ হাজার ফুট পাকা ড্রেন র্নিমাণ করে। কিন্তু অপরিকল্পিত প্রকল্প ও ঠিকাদারের নিম্নমানের কাজের ফলে প্রথম মৌসুমেই ভেস্তে গেছে কৃষকের স্বপ্ন। তাই যত দ্রুত সম্ভব কৃষকদের স্বার্থে পাকা ড্রেনের ভাঙ্গা অংশ মেরামতের দাবি উঠেছে। ঠিকাদার ড্রেন মেরামতের কাজ না করলেও নিজ উদ্যোগে সংস্কার কাজ শেষ করার আশ্বাস দিয়েছে উপজেলা এলজিইডি বিভাগ।  
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি