ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

সড়কে ডিজিটাইজড ব্যবস্থা কার্যকর করতে চায় বিআরটিএ (ভিডিও)

আদিত্য মামুন

প্রকাশিত : ১৫:৪৩, ৩ মে ২০২৪ | আপডেট: ১৫:৪৫, ৩ মে ২০২৪

সড়কে অব্যবস্থাপনা দূর করতে ডিজিটাইজড ব্যবস্থা কার্যকর করতে চায় বিআরটিএ। সংস্থাটির চেয়ারম্যান বলছেন, রাজধানীর দুই সিটিসহ সড়ক সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়হীনতার কারণেই এমন দূরাবস্থা। তবে বিদ্যমান আইনের শতভাগ বাস্তবায়ন চান নিরাপদ সড়ক চাই আন্দোলনের নেতা।

মহাসড়কগুলোর ধারণ ক্ষমতা কিংবা মানের দিক থেকে কোন তারকাচিহ্ন যেমন নেই, তেমনই নেই চলাচলে বিধিনিষেধ। যে যার মতো গতিতে গাড়ি হাঁকিয়ে ছুটছে গন্তব্যে। যেখানে ইচ্ছে সেখানে অহেতুক যখন-তখন বাহন দাঁড় করিয়েও রাখছেন। সড়ক যেন যানবাহন চালকদের নিজের বাড়ির আঙ্গিনা।

ওভারটেকিং, সিগন্যাল অমান্য, রং রুটে চলাচল যেন দুধভাত! ট্রাফিক পুলিশও নির্বিকার। মোড়ে মোড়ে সাংকেতিক বাতিগুলোও অকার্যকর। অপরাধ সংঘঠিত করেও পার পেয়ে যাচ্ছেন চালকেরা। কেবল রুট পারমিট দিয়েই যেন দায়-দায়িত্ব শেষ বিআরটিএ’র!

সড়কের তুলনায় অতিরিক্ত বাহনের এই জট কবে খুলবে জানে না কেউ। অনেক বিনিয়োগ ও দীর্ঘ প্রতিক্ষার পরও সফলতার মুখ দেখছে না বিআরটিএ’র ডিজিটাল অটোমেশান সিস্টেম।

সড়কে চলাচলকারি ও ব্যবহারকারিদের নিরাপত্তা নিশ্চিতের মাধ্যম্যে মৃত্যুর মিছিল রুখে দিতে রাষ্ট্রকেই শক্তিশালি ভূমিকা পালন করতে হবে বলে মত সবার।

এমএম// 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি