ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

সড়কে শৃঙ্খলা ফেরাতে মাঠে স্পেশাল টাস্কফোর্স

প্রকাশিত : ০৮:৫৩, ২৪ মার্চ ২০১৯ | আপডেট: ১৩:২৫, ২৪ মার্চ ২০১৯

গতকাল ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ কার্যক্রম শেষ হলেও আবার নতুন কর্মসূচি ঘোষণা করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার নামানো হচ্ছে পুলিশের বিশেষ টিম। এই টিমের নাম দেওয়া হয়েছে স্পেশাল টাস্কফোর্স। আজ রোববার থেকে বিশেষ এই টিম নামছে রাজধানীতে। 

পুলিশের ট্রাফিক বিভাগের ডিসি (পশ্চিম) লিটন কুমার দাস মাসব্যাপী স্পেশাল টাস্কফোর্স নামানোর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মাসব্যাপী টাস্কফোর্সের সদস্যরা ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় কাজ করবেন। এরই মধ্যে ডিএমপি সদর দপ্তর থেকে এ-সংক্রান্ত চিঠি ট্রাফিকের সব বিভাগে পাঠানো হয়েছে।

ডিএমপির চারটি বিভাগে স্পেশাল টাস্কফোর্সের চারটি টিম। একজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারের নেতৃত্বে প্রতি টিমে সদস্য থাকবেন ১০ জন। নির্দিষ্ট বিভাগে এই টিম ঘুরে ঘুরে কার্যক্রম চালাবে। 

এদিকে ডিএমপি কমিশনার বলেন, পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে রোববার থেকে ঢাকা মহানগরের প্রতিটি পরিবহন ইন্টারসেকশন রুটে পুলিশের বিশেষ টিম নামানো হবে। বিশেষ এই টিম রাস্তায় গাড়ির পাল্লাপাল্লি রোধ, যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী ওঠানামা ও কৃত্রিম যানজট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

 

টিআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি