হংকংয়ে প্রলয়ঙ্করী টাইফুনের আঘাত
প্রকাশিত : ১৮:০৭, ২৩ আগস্ট ২০১৭
প্রলয়ঙ্করী টাইফুন হাতোর আঘাতে বিপর্যস্ত হয়ে পড়েছে এশিয়ার অন্যতম বাণিজ্য কেন্দ্র হংকংয়। বুধবার দশ মাত্রার এই ঘূর্ণিঝড়ে হংকং শহর ও ম্যাকাওয়ে বয়ে চলা পার্ল নদীর মোহনায় তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও ৩৪ জন।
এদিন সকালে হাতো আঘাত হানার আগেই শুরু হয় প্রচণ্ড বাতাস ও ভারি বৃষ্টি। বাতাসের তোড়ে অনেক গাছ সমূলে উপড়ে যায়। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এর আগের রাতে সাড়ে চারশ ফ্লাইট বাতিল করা হয়। ছুটি ঘোষণা করা হয় স্থানীয় সব স্কুলে। অচল হয়ে পড়ে বাণিজ্যিক কার্যক্রম।
ঘূর্ণিঝড় আঘাত হানার আগে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৫৫ কিলোমিটার। ২০১২ সালের পর হংকংয়ে এটিই সর্বোচ্চ মাত্রার প্রথম টাইফুন। হংকংয়ের ভিক্টোরিয়া হার্বারে প্রবল বেগে পানি আছড়ে পড়তে দেখা গেছে। জলোচ্ছ্বাসে অনেক নিচু এলাকা প্লাবিত হয়েছে। সূত্র: রয়টার্স।
আর/ডব্লিউএন
আরও পড়ুন