হকির সাধারণ সম্পাদক হলেন মমিনুল হক সাঈদ
প্রকাশিত : ২২:২৭, ২৯ এপ্রিল ২০১৯
বাংলাদেশ হকি ফেডারেশনের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মোহামেডানের কাউন্সিলর এ.কে.এম মমিনুল হক সাঈদ। সোমবার অনুষ্ঠিত ফেডারেশনের নির্বাচনে তিনি (৪৭-৩৬) ভোটে সাবেক সাধারণ সম্পাদক আবদুস সাদেককে হারিয়েছেন।
সহ-সভাপতি পদে ৫ জনের মধ্যে রশিদ-সাঈদ পরিষদের আবদুর রশিদ শিকদার সর্বোচ্চ ৫৮ ভোট পেয়ে প্রথম হয়েছেন। বাকি ৪ জন নির্বাচিত হয়েছেন সাজেদ-সাদেক প্যানেল থেকে। তারা হলেন- সাজেদ এ এ আদেল (৪৯), ড. মাহফুজুর রহমান (৪৪), জাকি আহম্মেদ (৪৪) ও মোহাম্মদ ইউসুফ আলী (৪০)।
যুগ্ম সম্পাদক পদে জিতেছেন রশিদ-সাঈদ পরিষদের কামরুল ইসলাম কিসমত (৪৫) এবং সাজেদ-সাদেক পরিষদের মোহাম্মদ ইউসুফ (৬৯)।
কোষাধ্যক্ষ পদে রশিদ-সাঈদ পরিষদের হাজী মো. হুমায়ুন ৪৪-৪০ ভোটে হারিয়েছেন সাজেদ-সাদেক পরিষদের কাজী মইনুজ্জামান পিলাকে। এছাড়া সদস্য ১৯ পদে সাজেদ-সাদেক পরিষদের ১২ জন এবং রশিদ-সাঈদ পরিষদের ৭ জন নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত সদস্যরা হলেন- সাজেদ-সাদেক পরিষদের মোসাদ্দেক হোসেন চৌধুরী পাপ্পু (৮০), মোহাম্মদ আলমগীর আলম (৭৪), তৌফিকুর রহমান রতন (৬৮), জাহিদ হোসেন রাজু (৬২), টুটুল কুমার নাগ (৪৯), মাহবুব মোর্শেদ আলম লেবু (৪৮), তারেক এ আদেল (৪৮), হারুন অর-রশিদ রিংক (৪৭), মামুনুর রশিদ (৪৭), মোহাম্মদ ফয়সাল আহসান উল্লাহ (৪৭) ও জহিরুল ইসলাম মিতুল (৪৬), জাফরুল আহসান (৪৫) এবং রশিদ-সাঈদ পরিষদের সাফায়াত হোসেন (৫১), বদরুল ইসলাম দিপু (৪৯), তারিকুজ্জামান (৪৯), খাজা তাহের লতিফ মুন্না (৪৮), জামিল আবদুন নাসের (৪৭), শহিদ উল্লাহ টিটু (৪৬), রফিকুল ইসলাম কামাল (৪৫)।
কেআই/