ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪

হজ গমনেচ্ছু ৯৯৩ জনের ভিসার আবেদন জমা পড়েনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫১, ২২ আগস্ট ২০১৭ | আপডেট: ১৮:০৩, ২৩ আগস্ট ২০১৭

হজ গমনেচ্ছু ৯৯৩ জনের ভিসার আবেদন এখনও জমা দেয়নি হজ এজন্সিগুলো। ফলে তারা ইচ্ছে থাকলেও হজ করতে সৌদি আরব যেতে পারছে না।

এদিকে, ক্রমাগত ফ্লাইট বাতিলের কারণে প্রায় সাড়ে ৪ হাজার হজযাত্রীর যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। আর মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৯৪ হাজার ৪১০ জন হজযাত্রী। হজ অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

ভিসা আবেদন জমা না দেওয়ার বিষয়ে হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম বলেন, ভিসার আবেদন জমা না পড়ার অনেক কারণ থাকতে পারে। হজযাত্রীর অসুস্থতা, আর্থিক সংকটসহ বিভিন্ন সমস্যার অনেকে নিজে থেকেই হজে নাও যেতে  পারেন। তবে কোনো যাত্রী যদি অভিযোগ করেন, তিনি টাকা জমা দেওয়ার পরও এজেন্সি ভিসার আবেদন জমা দেয়নি, তবে সেই এজেন্সির বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেবো।

তিনি আরো বলেন, ১ লাখ ২৬ হাজার ২০৫ জনের ভিসার আবেদন জমা পড়েছে। আশা করছি কোনো সমস্যা না হলে সবাই ভিসা পাবেন।

শুরুর দিকে ফ্লাইট বাতিলের কারণে প্রায় সাড়ে ৪ হাজার হজযাত্রীর ক্যাপাসিটি লস হয়েছে বলে জানান সাইফুল ইসলাম। তিনি বলেন, বিমান ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সকে আমরা অনুরোধ জানিয়েছি, তারা যেন অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করে। সেজন্য তারা সৌদি সরকারের কাছে আবেদনও জমা দিয়েছে। আশা করছি, দুদিনের মধ্যে অনুমিত পাওয়া যাবে।

উল্লেখ্য, এ বছর ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যাওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছিলেন।

ডব্লিউএন


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি