ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হজ্জ যাত্রীর সংখ্যা গতবারের চেয়ে কমেছে

প্রকাশিত : ১৫:০০, ১১ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৯:১২, ১১ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

বাংলাদেশ থেকে হজ যাত্রীর সংখ্যা গতবারের চেয়ে এবার কমেছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে এ বছর মোট  ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজে যাবেন। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্ব মন্ত্রিসভার বৈঠকে জাতীয় হজ নীতিমালা ও প্যাকেজ ২০১৬ এর সংশোধনী অনুমোদন করা হয়। বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, সরকারি ব্যবস্থাপনায় এ বছর হজ করতে পারবেন ১০ হাজার বাংলাদেশী। হজব্রত পালনে প্রতিবছর বাংলাদেশ থেকে লক্ষাধিক মুসলমান মক্কা-মদিনায় যান। ধর্মপ্রান মুসল্লিদের হজ্বে যাওয়ার সুবিধার্থে এবারও জাতীয় হজ ও ওমরা নীতিতে কিছু পরিবর্তন আনা হয়েছে। এছাড়া হজ প্যাকেজেও সংশোধন এনেছে মন্ত্রিসভা। বৈঠক শেষে বিস্তারিত জানান মন্ত্রিপরিষদ সচিব। সংশোধিত প্যাকেজ অনুযায়ী সরকারী ব্যাবস্থাপনায় হাজির সংখ্য্ া৫ হাজার থেকে বেড়ে হয়েছে ১০ হাজার জন। আর বেসরকারী ব্যাবস্থাপনায় যেতে পারবেন, ৯১ হাজার ৭শ ৫৮ জন বাংলাদেশী। সব মিলিয়ে যা গত বারের চেয়ে ১২ হাজার ১শ ১০ জন কম। প্রতিটি বেসরকারী এজেন্সি আগে ৫০জন হজ যাত্রী নিতে পারলেও এবার দেড়শ’ হজ যাত্রী নিতে পারবেন তারা। এখন থেকে আর ব্যক্তিগতভাবে কোরবানি ওেদওয়া যাবে না। অনলাইনে আইডিবি কুপন নিয়ে কোরবানি করতে হবে। এর আগে ১১ই জানুয়ারী মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, কুরবানীসহ হজের খরচ পড়বে ৩ লাখ ৬০ হাজার ২৮ টাকা আর কুরবানী ছাড়া ৩ লাখ ৪ হাজার ৯০৩ টাকা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি