ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

হঠাৎ অবসরের ঘোষণা দিলেন পিকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫০, ৪ নভেম্বর ২০২২

হঠাৎ করেই সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন জেরার্ড পিকে। আগামী শনিবার ক্যাম্প ন্যুতে বার্সেলোনা হয়ে শেষ ম্যাচ খেলবেন এই স্প্যানিশ ডিফেন্ডার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিও বার্তায় নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ৩৫ বছর বয়সী পিকে।

লা লিগায় শনিবার বার্সেলোনা খেলবে আলমেরিয়ার বিপক্ষে। বৃহস্পতিবার পোস্ট করা ভিডিও বার্তায় পিকে বলেন, “আমি সবসময় বলেছি, বার্সার পর (আমার ক্যারিয়ারে) আর কোনো দল থাকবে না এবং সেটাই হবে।”

ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় বার্সেলোনাতেই কাটিয়েছেন পিকে। বেড়ে ওঠা তার কাতালান ক্লাবটির একাডেমিতে। সেখান থেকে ২০০৪ সালে যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেড।

ইংলিশ প্রিমিয়ার লিগের দলটির হয়ে ২০০৭-০৮ মৌসুমে লিগ শিরোপার সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের স্বাদ পান। এরপর ২০০৮ সাল থেকে টানা বার্সেলোনার হয়ে খেলেছেন পিকে।

দীর্ঘ এই সময়ে বার্সেলোনার হয়ে ছয় শরও বেশি ম্যাচ খেলেছেন। জিতেছেন ত্রিশটি শিরোপা। এর মধ্যে রয়েছে আটটি লা লিগা, তিনটি চ্যাম্পিয়ন্স লিগ এবং সাতটি কোপা দেল রে শিরোপা।

আন্তর্জাতিক ফুটবল থেকে অবশ্য ২০১৮ সালেই অবসর নেন পিকে। স্পেনের হয়ে মোট ১০২টি ম্যাচ খেলেছেন। ২০১০ সালে বিশ্বকাপ ও ২০১২ সালে ইউরো জয়ের স্বাদ পান তিনি।

প্রসঙ্গত, পিকের সঙ্গে কলম্বিয়ান সুপারস্টার শাকিরার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তাদের সন্তানও রয়েছে। কিন্তু সেই সম্পর্কের ইতিও টানের তারা।

পিকে আর শাকিরার গল্পের শুরুটা ২০১০ সালে। সে বছর বিশ্বকাপ ফুটবলের থিম সং গেয়েছিলেন এই পপ তারকা। বিশ্ব আক্রান্ত হয়েছিল শাকিরা জ্বরে। সেই আঁচ লেগেছিল স্প্যানিয়ার্ড ডিফেন্ডার জেরার্ড পিকেরও। ১০ বছরের বড় শাকিরার সঙ্গে প্রণয়ে জড়ান তিনি। এরপর একই ছাদের নিচে কেটে যায় ১২ বছর। দুই সন্তানের এই দম্পতি টান কমে যাবে ভেবে বিয়ের পিঁড়িতে বসেননি। কিন্তু তাতেও বন্ধনটা শেষমেস টেকেনি।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি