হঠাৎ মাঠে ঢুকে ফের বিতর্কে সাকিব!
প্রকাশিত : ১৭:৪৪, ১০ জানুয়ারি ২০২৩
সাকিব আল হাসান যেন এক বিতর্কের নাম। এবারের বিপিএল শুরুর আগে বিস্ফোরক মন্তব্য করে বিতর্কের জন্ম করেছিলেন। সেসময় সিইও হতে চেয়ে বিতর্ক উস্কে দেয়ার পর বিপিএলের মাঝপথে বিসিবির সভাপতি হতে চেয়ে নতুন বিতর্কের খোরাক হন।
এখানেই শেষ নয়, চলতি বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে আম্পায়ারদের দিকে তেড়ে গিয়ে ফের আলোচনার জন্ম দেন সাকিব। আর এবার খেলা থামিয়ে মাঠে প্রবেশ করে নতুন বিতর্কের জন্ম দিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
মঙ্গলবার (১০ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রংপুর রাইডার্সকে আগে ব্যাটিংয়ে পাঠান ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। রংপুর আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৮ রান তোলে।
লক্ষ্য তাড়া করতে বরিশালের ব্যাটাররা যখন মাঠে নামলেন, ঠিক তখনই সৃষ্টি হয় নতুন বিতর্কের। এ সময় বরিশালের দুই ওপেনারের মধ্যে চতুরঙ্গ স্ট্রাইকে এবং আনামুল বিজয় ছিলেন নন স্ট্রাইকে।
তখন রকিবুলের পরিবর্তে শেখ মেহেদীকে বোলিংয়ে আসতে দেখে সাকিব মাঠের দুই ব্যাটারকে প্রান্ত বদল করতে ইশারা দেন ডাগ-আউট থেকে। তারা প্রান্ত বদল করতে চাইলে আম্পায়ার তাতে রাজি হননি।
বিষয়টি মেনে নিতে পারেননি সাকিব। নিয়ম অনুযায়ী, বোলার ঠিক হওয়ার পর ব্যাটাররা নির্ধারণ করেন কে নেবেন স্ট্রাইক। আম্পায়ারদের সেই নিয়মটাই হয়তো মনে করিয়ে দিতে মাঠে প্রবেশ করেন সাকিব।
এই সময় রংপুরের ক্রিকেটারদের এক আম্পায়ার এবং সাকিবকে আরেকজন বুঝাতে থাকেন। সাকিব বারবার নিয়মের বিষয় হয়তো জানাচ্ছিলেন আম্পায়ারদের।
এসময় আম্পায়ার ও প্রতিপক্ষের সঙ্গে তর্কে জড়ান তিনি। সাকিব মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় চতুরাঙ্গাই থাকেন স্ট্রাইকে, প্রথম ওভার করেন রাকিবুল। এ ঘটনায় বেশ কিছুক্ষণ উত্তেজনা বিরাজ করে মাঠে। নির্ধারিত সময়ের প্রায় ৬-৭ মিনিট পরে শুরু হয় বরিশালের ইনিংস।
পরবর্তীতে সাকিবকে বুঝিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। রংপুরও শেখ মেহেদীকে বল না দিয়ে রাকিবুল হাসানকে দিয়েই বল করায়। বরিশালের চতুরঙ্গ নেন স্ট্রাইক।
এ বিষয়ে ফরচুন বরিশালের ম্যানেজার সাজ্জাদ হোসেন শিপন বলেন, ‘নিয়ম অনুযায়ী কোন বোলার বল করবেন সেটি ঠিক হওয়ার পর ব্যাটাররা কে স্ট্রাইক নেবেন, তা ঠিক করেন। এক্ষেত্রে শেখ মেহেদীকে বল করতে আসতে দেখে চতুরঙ্গ ডি সিলভার বদলে আনামুল হক বিজয়কে স্ট্রাইকে চাচ্ছিলেন সাকিব। কিন্তু আম্পায়ার সেটার অনুমতি দিতে রাজি হচ্ছিলেন না, এ নিয়ে কথা বলতে মাঠে প্রবেশ করেন অধিনায়ক।’
এদিকে, রংপুরের ১৫৮ রানের জবাবে ৪ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় তুলে নেয় সাকিবের বরিশাল। দুই ম্যাচে এটি তাদের প্রথম জয়। অন্যদিকে, প্রথম ম্যাচে জয় পাওয়া রংপুরের এটি প্রথম পরাজয়।
এনএস//কেআই//