ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হঠাৎ মৌমাছি কামড়ালে যা করবেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৯, ১৩ জুন ২০১৭ | আপডেট: ১৫:৫৫, ১৪ জুন ২০১৭

Ekushey Television Ltd.

শরীরের যে কোনো জায়গায় মৌমাছি হুল ফোটালে তাৎক্ষণিক যন্ত্রণা হয়। কারণ, মৌমাছির কামড় অত্যন্ত বিষাক্ত ও যন্ত্রণাদায়ক। তবে হঠাৎ মৌমাছি কামড়ালে দিশাহারা হয়ে যাবেন না। তাৎক্ষণিক জ্বালা যন্ত্রণা কমাতে ব্যবহার করতে পারেন প্রাকৃতিক উপাদান। জেনে নিন মৌমাছি কামড়ালে সঙ্গে সঙ্গে কী করবেন- 

বরফ দিন

যে স্থানে মৌমাছি হুল ফুটিয়েছে সেখানে রক্ত বের হলে আক্রান্ত স্থানে বরফ চেপে ধরুন। এতে রক্ত বন্ধ হবে ও ব্যথা কমবে।

ল্যাভেন্ডার অয়েল

এসেনশিয়াল অয়েল ব্যবহারে যদি আপনার ত্বকে ফুসকুড়ি না ওঠে তবে আক্রান্ত স্থানে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন এটি। 

টুথপেস্ট

মৌমাছির কামড়ানোর সঙ্গে সঙ্গে শুরু হয় তীব্র যন্ত্রণা। আক্রান্ত স্থানে টুথপেস্ট লাগিয়ে রাখুন আধা ঘণ্টা। জ্বলুনি কমার পাশাপাশি মৌমাছির বিষও দূর করবে এটি।

বেকিং সোডা

বেকিং সোডার পেস্ট ও ভিনেগার একসঙ্গে মিশিয়ে ত্বকের যেখানে মৌমাছি কামড়িয়েছে সেখানে লাগান। আধা ঘণ্টা লাগিয়ে রাখুন। মৌমাছির হুলের বিষ দূর করবে এটি।

মাটি

বাগানে কাজ করছেন এমন সময় মৌমাছি আক্রমণ করেছে? সঙ্গে সঙ্গে খানিকটা মাটি পানির সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে লাগিয়ে নিন আক্রান্ত স্থানে। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

মধু

তুলার বল মধুতে ভিজিয়ে আক্রান্ত স্থানে চেপে ধরুন। ধীরে ধীরে ব্যথা ও জ্বলুনি কমে যাবে।

রসুন

মৌমাছি কামড়ালে কয়েকটি রসুন ছেঁচে আক্রান্ত স্থানে লাগান। একটি টাওয়েল পেঁচিয়ে নিন উপরে। আধা ঘণ্টার মধ্যে কমে যাবে জ্বলুনি।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি