ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

হরতালে ইবি’র বাসে বরযাত্রী

ইবি প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৫৫, ২ ডিসেম্বর ২০২৩

হরতাল ও অবরোধের কারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাস যাতায়াত কমিয়ে আনা হয়েছে। ছুটির দিনে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর। ছুটির দিনে বাস চলাচল সম্পূর্ণ বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের বাসের দেখা মিললো বিয়ে বাড়িতে।

জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের ছেলের বিয়েতে এ বাস ব্যবহার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সকল নিয়ম মেনেই বাস নেয়া হয়েছে বলে জানান তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, গত বৃহস্পতিবার (৩০ নভেম্বর) কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা পরিষদের সামনে রাখা হয় বাস দুটি। ভেড়ামারা অডিটোরিয়াম কাম কমিউনিটি সেন্টারে বিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের আবাহন কুষ্টিয়া-স ১১-০০০৯ ও বিজয়-৭১ কুষ্টিয়া-স ১১-০০০৮ দুটি বাস ব্যবহার করা হয়েছে বিয়ে অনুষ্ঠানে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসলামী বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের ছেলের বিয়ে অনুষ্ঠানে ইসলামী বিশ্ববিদ্যালয় লেখা দুটি বাসে বরযাত্রী সেখানে অংশগ্রহণ করে। ঘটনার সত্যতা জানতে বিয়ে বাড়ির একাধিক লোকজনের সাথে কথা হলে তারা বিষয়টি স্বীকার করেন। 

এইচ এম আলী হাসান ইবির রেজিস্ট্রার, সেজন্য বাসে চড়ে এসেছেন তারা। বিষয়টি নিয়ে চলছে সমালোচনা। এছাড়া দুটির গাড়ির ড্রাইভারও এর সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বলেন, হরতাল অবরোধের কারণ দেখিয়ে আমাদের পর্যাপ্ত পরিমান বাস দেয়া হয় না। ছুটির দিন ক্যাম্পাসের বাস না থাকায় লাইনের বাসে কুষ্টিয়া-ঝিনাইদাহ যাতায়াত করতে হয়। হরতালে শিক্ষার্থীদের বাস না দিয়ে বিয়েতে বাস দেয়া কতটুকু যুক্তিসঙ্গত প্রশাসন ভাল জানেন। বন্ধের দিন বিয়ে বাড়িতে বাস যেতে পারলে শিক্ষার্থীদের জন্যও বাস দেয়া উচিত বলে মনে করেন তারা।

এ বিষয়ে ইবির রেজিস্ট্রার এইচ এম আলী হাসান জানান, আমি ভিসি স্যারের অনুমতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ভাড়া কর্তনের বিনিময়ে বিশ্ববিদ্যালয়ের গাড়িটি ভাড়া নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের বিধিমালায় শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের গাড়ি ভাড়া নেওয়ার অনুমতি রয়েছে। হরতালের মধ্যে পুলিশ প্রশাসন আশ্বস্ত করার পরেই গাড়ি নিয়েছিলাম। রাস্তায় পেট্রোল পুলিশ আমাদের নিরাপত্তা দিয়েছিল।

ইবির পরিবহন প্রশাসক অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, রেজিস্ট্রার আশস্ত করেছিলন যে তিনি পুলিশ প্রশাসনের সাথে কথা বলে গাড়ি নিবেন। পুলিশ প্রটেকশন মেনে গাড়ি নিলে তখনতো আমাদের আর কিছু করার থাকে না। বিধিমালা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা নির্দিষ্ট ভাড়া পরিশোধ করে গাড়ি নিতে পারেন।

মুঠোফোনে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) উপাচার্য ড. আবদুস সালাম জানান, পরিবহনের বাস ব্যবহারের বিষয়টি পরিবহন প্রশাসক ভালো বলতে পারবে। তবে নিয়ম আছে বিশ্ববিদ্যালয় কর্মকর্তারা নির্দিষ্ট অর্থ পরিশোধ করে পরিবহন ব্যবহার করতে পারবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি