ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

হরতালের দ্বিতীয় দিনেও সারাদেশের জনজীবন স্বাভাবিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৮, ২০ নভেম্বর ২০২৩

হরতালের দ্বিতীয় দিন সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজার এলাকার চিত্র

হরতালের দ্বিতীয় দিন সোমবার সকালে রাজধানীর কারওয়ান বাজার এলাকার চিত্র

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা হরতালের দ্বিতীয় দিনে রাজধানীসহ সারাদেশের জনজীবন স্বাভাবিক। দু’একটি স্থানে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।

হরতালের দ্বিতীয় দিন সোমবার রাজধানী থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে না গেলেও নগরীতে গণপরিবহণ ও জনজীবন স্বাভাবিক রয়েছে। 

ময়মনসিংহে জনজীবনে হরতালের কোন প্রভাব পড়েনি। আন্তঃজেলা যানবাহন স্বাভাবিকভাবেই চলাচল করলেও সকাল থেকে ঢাকার উদ্দেশ্যে কোন বাস ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল করেছে আগের মতোই। নগরীতে গণপরিবহন ছিল স্বাভাবিক।

ভোলায় হরতালের সমর্থনে মিছিলের সময় বিএনপি ও জামায়াতের ৮ কর্মিকে আটক করেছে পুলিশ।

গাজীপুরের পূবাইলে একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

রাজশাহীর গোদাগাড়ীর উদপুর এবং পুঠিয়ার ধোপাপাড়া বাজারের কাছে দুটি বাসে হরতাল সমর্থকদের আগুন। 

এদিকে নাশকতা এড়াতে আইন শৃংখলা বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি