হরিণ রক্ষায় ট্রেনে কুকুরের ডাকের ‘হর্ন’
প্রকাশিত : ১৭:০৮, ১৮ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৬:৪৪, ২১ জানুয়ারি ২০১৮
জাপানে ট্রেনে কাটা পরে প্রতিবছর বহু হরিণ মারা যায়। কারণ গহীন অরন্য ভেদ করে বহু রেলপথ চলে গেছে। তাই ট্রেনে কাটা পড়া থেকে হরিণ বাঁচাতে কুকুরের ডাকের মত হর্ন স্থাপন করেছে দেশটির রেলওয়ে কর্তৃপক্ষ।
তারা ট্রেনে কুকুরের ডাকের মতো হর্ন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এ হর্ন কুকুরের ডাকের অনুকরণে প্রচণ্ড শব্দ করবে। গবেষণা করেই এ হর্ন স্থাপনের নিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খবরে বলা হয়েছে, জাপানের জঙ্গলের ভেতর দিয়ে থাকা বিভিন্ন রুটে ট্রেনলাইনে বহু প্রাণী এসে দাঁড়িয়ে থাকে। কর্তৃপক্ষের দাবি, কুকুরের ডাকের শব্দের হর্ন শুনলে প্রাণীরা ভয়ে পথ ছেড়ে দেবে। ইতিমধ্যে পরীক্ষামূলক এ কৌশল কাজে লাগিয়ে ফল পাওয়া গেছে। দেখা গেছে, কুকুরের ডাকের মতো হর্ন শুনে হরিণ ট্রেনলাইন ছেড়ে দিয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু জঙ্গলের ভেতর দিয়ে যাওয়া ট্রেনগুলোতেই শুধু এ বিশেষ হর্ন বসানো হবে।
সূত্র : বিবিসি।