ঢাকা, বুধবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

হল ছাড়ছেন কুয়েট শিক্ষার্থীরা, পুলিশ মোতায়েন

খুলনা প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সকাল থেকে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ছাড়ছেন শিক্ষার্থীরা। 

আজ বুধবার সকাল থেকেই হল থেকে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বের হয়ে যান অনেকে। 

মূলত নিরাপত্তার স্বার্থে গতকাল মঙ্গলবার বিকেলে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় এবং আজ সকাল ১০টার মধ্যে সকল শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দিয়েছে কুয়েট প্রশাসন। 

মঙ্গলবার সন্ধ্যায় সিন্ডিকেটের ৯৯তম জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সিন্ডিকেট সভার এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা। আরও ১-২ দিনের সময় দিয়ে হল ত্যাগের নির্দেশনা দেওয়া উচিত ছিল বলে জানান তারা। 

তবে গতকাল রাতে হলত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে হলে থাকার সিদ্ধান্তে অটল থাকার কথা জানিয়েছিলেন কিছু সংখ্যক শিক্ষার্থী। রাতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা। 

এদিকে ক্যাম্পাসের দুই গেটে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি