ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

হল থেকে ছাত্র বের করার অভিযোগে দুই ছাত্রলীগ কর্মী বহিষ্কার, নিষিদ্ধ ১

শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৩, ১ মার্চ ২০২৩ | আপডেট: ১৭:৩৪, ১ মার্চ ২০২৩

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে এক বৈধ শিক্ষার্থীকে বের করার অভিযোগে দুই ছাত্রলীগ কর্মীকে হল থেকে বহিষ্কার ও এক ছাত্রলীগ কর্মীকে হলে প্রবেশ নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মো. ফজলুর রহমান।

বহিষ্কৃত দুই ছাত্রলীগ কর্মী হলেন, নৃবিজ্ঞান বিভাগের সাদ্দাম হোসেন পিয়াস ও সমাজকর্ম বিভাগের আশিকুর রহমান। এছাড়া আরেক ছাত্রলীগ কর্মী ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ইফতেখার আহম্মেদ রানাকে হলে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। তিনি হলের বৈধ শিক্ষার্থী না হওয়ায় হলে প্রবেশে নিষিদ্ধ করেছে প্রশাসন। তারা সবাই ছাত্রলীগ নেতা সুমন মিয়ার অনুসারী বলে ক্যাম্পাসে পরিচিত।

রেজিস্ট্রার মো. ফজলুর রহমান বলেন, ‘প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় তাদেরকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া আরেকজন হলের বৈধ ছাত্র না হওয়ায় তাকে হলে নিষেদ্ধ করা হয়েছে।’

এ বিষয়ে জানতে ছাত্রলীগ নেতা সুমন মিয়াকে একাধিকবার কল দিলে কোনো সাড়া পাওয়া যায়নি।

এদিকে ঘটনাটি অধিক তদন্তের জন্য বন ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এ জেড এম মঞ্জুর রশিদকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন, ইন্সিটিটিউট অব ইফরমেইশন এন্ড কমিউনিকেইশন টেকনোলজির সহকারী অধ্যাপক আহসান হাবীব, বন ও পরিবেশবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সফিউজ্জামান ভূঁইয়া।

উল্লেখ্য, গত ২২ ফেব্রেুয়ারি বুধবার শাহপরান হলের এক আবাসিক ছাত্র ও ছাত্রলীগ কর্মী মো. দেলোয়ার হোসেনকে হল থেকে বের করে দেয়ার অভিযোগ উঠে সাদ্দাম হোসেন পিয়াসসহ কয়েকজন ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় হলের প্রভোস্ট বরাবর একটি অভিযোগ পত্র জমা দেন ভুক্তভোগী শিক্ষার্থী। পরে ঘটনাটি তদন্ত করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে রিপোর্ট জমা দেন হল কর্তৃপক্ষ।
কেআই// 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি