ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

হল বাঁচাতে হলে ভালো ছবি লাগবে: আবদুল আজিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১৬, ২৫ জানুয়ারি ২০১৮ | আপডেট: ০০:১৬, ২৫ জানুয়ারি ২০১৮

জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেছেন, আমাদের এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হলে ভালো কনটেন্ট লাগবে। ভালো ছবি লাগবে। যদি ভালো ছবি তৈরি না হয় তাহলে হলগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। ইতিমধ্যে অনেকগুলো হল বন্ধ হয়ে গেছে।

‘ইন্সপেক্টর নটি কে’ চলচ্চিত্রের মুক্তি উপলক্ষে বুধবার (২৪ জানুয়ারি) ঢাকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।       

আবদুল আজিজ এসময় আরও বলেন, গত বছর মাত্র তিনটা ছবি ব্যবসা করেছে। তিনটা দিয়েতো আর হল বাঁচবে না। তাই সবাইকে বলবো আপনারা ভাবুন। চলচ্চিত্র রক্ষায় এগিয়ে আসুন। ভালো কনটেন্ট না হলে চলচ্চিত্র শেষ হয়ে যাবে।  

তিনি বলেন, ‘ইন্সপেক্টর নটি কে’ চলচ্চিত্রটি যৌথ প্রযোজনার মাধ্যমে হওয়ার কথা ছিল। জয়েন্ট ভেঞ্চারের জন্য আমরা সব কিছু তৈরিও করেছিলাম। কিন্তু ঐ সময় জয়েন্ট ভেঞ্চারের জন্য নতুন কমিটি করায় যৌথভাবে আর ছবিটি করা হয়নি। সিনেমাটির ৮০ ভাগ কাজ করা হয় ইতালিতে। বাকি ২০ ভাগ কাজ বাংলাদেশের গাজীপুরে  করার কথা ছিল। পরে সেটা আর এখানে হয়নি। ভারতে করা হয়েছে।   

জাজ কর্ণধার বলেন, আমরা নতুন নতুন স্টার (তারকা) তৈরি করার চেষ্টা করছি। সিয়াম-পূজাকে আমরা উপহার দিচ্ছি। সামনেই তাদের ছবি মুক্তি পাবে। আর ‘ইন্সপেক্টর নটি কে’ পুরোপুরি এন্টারটেইনমেন্টের ছবি। পরিবারের সবাইকে নিয়ে এক সঙ্গে দেখতে পারবে।

‘ইন্সপেক্টর নটি কে’ চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া ও কলকাতার জিৎ। ছবিটি পরিচালনা করেছেন অশোক পাতি।

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তি বা সাফটা চুক্তির আওতায় সিনেমাটি বাংলাদেশে আমদানি করছে জাজ মাল্টিমিডিয়া। শুক্রবার ২৬ জানুয়ারি বাংলাদেশে এর মুক্তির কথা রয়েছে।       

এসি/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি