ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

হলান্ডের জোড়া গোলে সিটির জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫২, ১২ আগস্ট ২০২৩

জয় দিয়েই ইংলিশ লিগ শুরু করলো বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। আর্লিং হলান্ডের জোড়া গোলে বার্নলিকে ৩-০ ব্যবধানে হারিয়েছে সিটিজেনরা।

টার্ফ মুর স্টেডিয়ামে শুরু থেকেই স্বাগতিকদের চাপে রাখে ম্যানসিটি। গোলও পেয়ে যায় শুরুর দিকে। মাত্র ৪ মিনিটে দলকে এগিয়ে দেন গত মৌসুমের টপ স্কোরার নরওয়ের স্ট্রাইকার আর্লিং হ্যালন্ড। 

শুরুর চাপ ধরে রেখে প্রথমার্ধ্বে আরও একটি গোল পায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর্জেন্টাইন ফরোয়ার্ড জুনিয়াল আলভারেজের বাড়ানো বলে জোড়া পূর্ন করেন হ্যালন্ড। 

ইউরোপের শীর্ষ ৫ লিগে এটি হলান্ডের শততম গোল। ৬৩ গোল করেছিলেন বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে, ৩৭টি করলেন সিটির জার্সিতে। 

বিরতির পর একই ধারায় খেলে সিটিজেনরা। ৭৫ মিনিটে রর্ডির গোলে সিটির ব্যবধান আরও বাড়ে। 

প্রিমিয়ার লিগে ফেরা দলটিকে অনায়াসে হারিয়ে নতুন আসরে শুভ সূচনা করল পেপ গুয়ার্দিওলার দল।  

এদিকে স্প্যানিশ লা লিগায় সেভিয়ার বিপক্ষে ২-১ গোলে জিতেছে ভ্যালেন্সিয়া।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি