ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হলান্ডের হ্যাটট্রিক, বার্নলিকে ৬ গোলে হারাল সিটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৫, ১৯ মার্চ ২০২৩ | আপডেট: ১০:২৭, ১৯ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

এফএ কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে হলান্ডের হ্যাটট্রিকে বার্নলিকে ৬-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি।

শনিবার (১৮ মার্চ) রাতের ম্যাচটিতে হলান্ডের পর  জোড়া গোল করেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন জুলিয়ান আলভারেজ। বাকি গোলটি করেন কোল পালমার।

মৌসুমে দুরন্ত গতিতে ছুটছে স্টার্লিং হলান্ড। ম্যানচেস্টার সিটির জার্সিতে গোল মেশিনের মতো ছুটছেন এই ফরোয়ার্ড। 

কোয়ার্টার ফাইনালের ম্যাচে সিটিজেনদের সামনে দাঁড়াতেই পারেনি বার্নলি। 

ম্যাচের ৩২ ও ৩৫ মিনিটে পরপর দুটি গোল করে শুরু করেন হলান্ড। দ্বিতীয়ার্ধেও আরও একটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন স্টার্লিং হ্যাল্যান্ড। 

এক সপ্তাহের মধ্যে দুই ম্যাচে সিটির ১৩ গোল, এর মধ্যে হলান্ডের একারই ৮টি। মৌসুমের ষষ্ঠ হ্যাটট্রিকে সবধরনের প্রতিযোগিতায় ৩৭ ম্যাচ খেলে ৪২ গোল করেছেন নরওয়েজিয়ান স্ট্রাইকার। 

হলান্ডের পর বার্নলির ওপর রোলার কোস্টার চালানো শুরু করেন জুলিয়ান আলভারেজ। আর্জেন্টাইন ফরোয়ার্ড ৬২ ও ৭৩ মিনিটে করেন দুটি গোল। 

তার দুই গোলের মাঝে একটি গোল করেন সিটির আরেক তরুণ তারকা কোল পালমার।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি