হলি আর্টিজান বেকারীতে হামলাকারী ৫ জঙ্গি ও ১ সন্দেহভাজনের মরদেহ দাফন
প্রকাশিত : ১৯:২৬, ২২ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৯:২৬, ২২ সেপ্টেম্বর ২০১৬
অবশেষে গুলশানে হলি আর্টিজান বেকারীতে হামলাকারী ৫ জঙ্গি ও সন্দেহভাজন একজনের মরদেহ দাফন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল-সিএমএইচ কর্তৃপক্ষ মরদেহগুলো মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করে। পরে বৃহস্পতিবার বিকেলে বেওয়ারীশ লাশ দাফনের প্রতিষ্ঠান আঞ্জুমানে মুফিদুল ইসলামের সহযোগিতায় মরদেহগুলো রাজধানীর জুরাইন কবরস্থানে দাফন করা হয়। এ’সময় পুলিশের ৩ জন এবং আঞ্জুমান মুফিদুল ইসলামের ৯ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। পুলিশ জানায়, পরিবারের সদস্যরা মৃতদেহ না নেয়ায়, ঘটনার প্রায় ৩ মাস পর কমান্ডো অভিযানে নিহত জঙ্গিদের দাফন করা হয়েছে।
আরও পড়ুন