হলি আর্টিজান রেস্তোরায় জঙ্গি হামলার ২য় বর্ষপূর্তি আজ(ভিডিও)
প্রকাশিত : ১১:১৩, ১ জুলাই ২০১৮
গুলশানের হলি আর্টিজান রেস্তোরায় নারকীয় জঙ্গি হামলার দ্বিতীয় বর্ষপূর্তি আজ। হামলার দুই বছর পর চার্জশিট দিতে যাচ্ছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। হামলায় জড়িত ২১ আসামীর মধ্যে ১৩ জন নিহত হয়েছে। তাই চার্জশিটে থাকছে ৮ আসামীর নাম। ভবিষ্যতে জঙ্গি হামলা প্রতিরোধে কর্মপন্থা আরও শক্তিশালী করার কথা জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।
২০১৬ সালের পহেলা জুলাই। রাত ৯টার পর হঠাৎই গুলশানের হলি আর্টিজান রেস্তোরায় হামলা চালায় জঙ্গিরা। জিম্মি করা হয় বিদেশি নাগরিকসহ বেশ কয়েকজনকে। গোলাগুলিতে নিহত হন পুলিশ কর্মকর্তা রবিউল করিম ও বনানী থানার ওসি সালাউদ্দিন আহমেদ।
রাতভর ১৭ বিদেশিসহ ২১ জনকে হত্যা করে জঙ্গিরা।
ভোর রাতেই শুরু হয় অপারেশন থান্ডার বোল্ট। একে একে বের করে আনা হয় জিম্মিদের। কমান্ডোদের অভিযানে নিহত হয় ৫ জঙ্গি।
দু’বছর পর নারকীয় ওই হামলার অভিযোগপত্র দিচ্ছে পুলিশ।
কাউন্টার টেরোরিজম ইউনিট প্রধানের দাবি, আন্তর্জাতিকভাবে নিজেদের জানান দেয়ার পাশাপাশি সরকারকে সমালোচিত করাই ছিল হামলার উদ্দেশ্য।
আধুনিক শিক্ষা নিয়েও কেন ঝুঁকছে জঙ্গীবাদে?-প্রশ্নটি ছিল এই পুলিশ কর্মকর্তার কাছে।
জঙ্গীবাদ রুখতে তরুণদের মধ্যে বাঙালি সংস্কৃতির বিকাশ ঘটানোরও পরামর্শ দেন তিনি।
আরও পড়ুন