হলিউড তারকাদের পারিশ্রমিক বৈষম্য
প্রকাশিত : ১২:২৭, ১০ মে ২০১৮
হলিউড মানেই অন্যরকম উত্তেজন। গানহীন হলিউডি সিনেমাগুলো বাস্তবতাকে ছুঁয়ে যায় সব সময়। আর এ জন্য অস্কারের প্রাপ্তিতে হলিউড সব সময় এগিয়ে। যদিও এই ইন্ডাষ্ট্রির সিনেমা নির্মাণে খরচ করা হয় অনেক বেশি অর্থ। সিনেমায় প্রযুক্তির ব্যবহার যেমন থাকে, ঠিক তেমনি তারকাদের পেছনেও বেশ পরিমাণ অর্থ লগ্নি করতে হয় নির্মাতা-প্রযোজকদের।
সিনেমাপ্রতি তারকাদের আয় নিয়ে সম্প্রতি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ‘ভ্যারাইটি’। যেখানে জনপ্রিয় বেশ কয়েকজন তারকার আয় উঠে এসেছে। সিনেমাপ্রতি আয়ের অঙ্কটা শুনতে বড় মনে হলেও সময়ের হিসাবে সেটা আসলে অনেক কম। কারণ এখন থেকে অনেক আগে সেই নব্বইয়ের দশকেই প্রায় এই পরিমাণ পারিশ্রমিক পেতেন শীর্ষ অভিনেতারা।
তাই জেনে নিন কার কত পারিশ্রমিক।
ড্যানিয়েল ক্রেগ
জনপ্রিয় ব্রিটিশ গুপ্তচর জেমস বন্ডের পরের সিনেমা ‘বন্ড ২৫’। এর নামভূমিকায় অভিনয় করেছেন ড্যানিয়েল ক্রেগ। তিনি এ জন্য নিয়েছে দুই কোটি ৫০ লাখ ডলার (২০০ কোটি টাকার বেশি)।
ডোয়াইন জনসন
এই সময়ের অ্যাকশন তারকাদের মধ্যে ডোয়াইন জনসনের চাহিদা সবচেয়ে বেশি। ২০২০ সালে মুক্তির অপেক্ষায় থাকা ‘রেড নোটিশ’-এর জন্য তিনি পাবেন দুই কোটি ২০ লাখ ডলার (১৮০ কোটি টাকার বেশি)।
জেনিফার লরেন্স
অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স ‘রেড স্প্যারো’র জন্য পেয়েছেন এক কোটি ৫০ লাখ ডলার (১২০ কোটি টাকার বেশি)।
অ্যান হ্যাথওয়ে
মুক্তির অপেক্ষায় থাকা ‘বার্বি’র জন্য জেনিফার লরেন্সের সমপরিমাণ পারিশ্রমিক পেয়েছেন অ্যান হ্যাথওয়ে।
টম ক্রুজ
এ ছাড়া ‘দ্য মামি’র জন্য টম ক্রুজ নিয়েছেন এক কোটি ১০ থেকে ৩০ লাখ ডলার।
হ্যারিসন ফোর্ড
‘ইন্ডিয়ানা জোন্স’-এর নতুন কিস্তির জন্য হ্যারিসন ফোর্ড পেয়েছেন এক কোটি ২০ লাখ ডলার।
লিওনার্দো ডিকাপ্রিও
‘ওয়ান্স আপন আ টাইম ইন হলিউড’-এর জন্য লিওনার্দো ডিকাপ্রিও পেয়েছেন এক কোটি ডলার।
ক্রিস প্যাট
‘জুরাসিক ওয়ার্ল্ড : ফলেন কিংডম’-এর জন্য ডিকাপ্রিওর সমান পারিশ্রমিক পাবেন ক্রিস প্যাটও।
রবার্ট ডাউনি জুনিয়র
‘স্পাইডার-ম্যান : হোমকামিং’-এ মাত্র ১৫ মিনিট উপস্থিতি হলেও ‘আয়রনম্যান’ রবার্ট ডাউনি জুনিয়র পকেটে পুরেছেন এক কোটি ডলার (৮০ কোটি টাকার বেশি)।
উল্লেখ্য, পারিশ্রমিক নিয়ে অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে ব্যবধান স্পষ্ট। জুলিয়া রবার্টস, জিম ক্যারি, টম হ্যাংকসরা নব্বইয়ের দশকেই সিনেমাপ্রতি দুই কোটি ডলার পেতেন। সঙ্গে পেতেন সিনেমার আয়ের একটা অংশও। তবে সময় অনেক গেলেও এখনও সেই পারিশ্রমিকের কাছাকাছিই রয়েছে বর্তমান সময়ের তারকাদের পারিশ্রমিক।
সূত্র : ভ্যারাইটি
এসএ/