ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হলুদ কার্ডই সব শেষ করলো সেনেগালের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৬, ২৮ জুন ২০১৮

Ekushey Television Ltd.

এবারের রাশিয়া বিশ্বকাপে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হারলেও নক আউট পর্বে যাওয়ার সুযোগ ছিল সেনেগালের। কিন্তু হলুদ কার্ড তাদের জন্য কাল হয়ে দাঁড়াল।

এদিকে একই সময়ে শুরু হওয়া আরেক ম্যাচে পোল্যান্ডের কাছে জাপান হেরেছে ১-০ গোলে।

ফলে সেনেগাল ও জাপানের পয়েন্ট সমান হওয়ায় হিসাবে আসে দুই দলের গোল ব্যাবধান।

দুই দলের গোল ব্যাবধান সমান হওয়ায় হিসেব করা হয়েছে মুখোমুখি খেলার ফলাফল। এখানেও দুই দলের মুখোমুখি ফলাফল ড্র। এর পরে বাধ্য হয়ে আসতে হয় ডিসিপ্লেনারি রেকর্ডের হিসাবে। অর্থাৎ কোন দল খেলার সময় কম হলুদ কার্ড দেখেছে।

এই হিসেবে জাপানের সঙ্গে পিছিয়ে পড়ায় গ্রুপপর্ব থেকে বিদায় নিল  সেনেগাল। তারা জাপানের সঙ্গে তিনটি হলুদ কার্ড দেখেছিল। আর জাপান দেখেছিল ২টি। সেনেগালকে হলুদ কার্ডের মূল্য দিতে হয় ১ম রাউন্ড থেকে বিদায় নিয়ে।

এদিকে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে নকআউট পর্বে উঠল কলম্বিয়া। জাপান ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে শেষ ষোলোয় কলম্বিয়ার সঙ্গী হলো।

উল্লেখ্য, গ্রুপপর্বের এই তিন ম্যাচে জাপান চারটি হলুদ কার্ড দেখেছে। অন্যদিকে পাঁচটি হলুদ কার্ড দেখেছে সেনেগাল। এর মধ্যে শেষ হলুদ কার্ডটা কলম্বিয়ার বিপক্ষে এই ম্যাচে দেখেছেন নিয়াং।

/এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি