ঢাকা, শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪

হস্তশিল্পের সৌন্দর্যে বাঁধা পড়েছেন ড্যানিয়েল নর্টন

প্রকাশিত : ০৯:২৭, ৪ মার্চ ২০১৬ | আপডেট: ১৫:৪২, ৪ মার্চ ২০১৬

যুক্তরাষ্ট্র থেকে বেড়াতে এসে বাংলাদেশের হস্তশিল্পের সৌন্দর্যে বাঁধা পড়েছেন ড্যানিয়েল নর্টন। প্রত্যন্ত গ্রামে গিয়ে তৈরী করাচ্ছেন নকশি কাঁথা, শো-পিচ। এসব পণ্য রফতানি করতে সাতক্ষীরা বাজার নামে চেইন শপ খুলেছেন ইউরোপ-আমেরিকায়। বস্তির ছেলে-মেয়েদের জন্য তৈরী করেছেন ব্যতিক্রমী স্কুল। সুজলা-সুফলা বাংলাদেশের ¯িœগ্ধ সকাল দেখেছেন ক্যালিফোর্নিয়ার ড্যানিয়েল নর্টন। গ্রামে-গ্রামে ঘুরে মিশেছেন শ্রমজীবীদের সঙ্গে। জেনেছেন শভপষা জীবনযুদ্ধের কাহিনী। সেই জানা থেকেই হস্তশিল্পের সৌন্দর্যে মুগ্ধ হন এমারসন কোম্পানির ফাউন্ডার চেয়ারম্যান ড্যানিয়েল নর্টন। কম-বেশি সব জেলাতেই ঘুরেছেন। কিন্তু সাতক্ষীরা নামটি মনে ধরেছে বলেই অস্ট্রেলিয়ার ব্রিজ্রবেন, ফিনল্যান্ড, সুইডেনসহ আমেরিকার বিভিন্ন স্টেটে গ্রোসারি শপ খুলেছেন সাতক্ষীরা বাজার নামে। শৈসবে বাবা-মা আলাদা হয়ে যাওয়ায় ড্যানিয়েল ঘরছাড়া ছিলেন ১৩ বছর। সেই থেকে দুঃস্থশিশুর প্রতি অবারিত ভালোবাসা তাঁর। ঢাকার শাহজাদপুর আর চাঁপাইনবাবগঞ্জে বস্তির শিশুদের জন্য খুলেছেন ব্যতিক্রমী স্কুল। সকাল-দুপুর দু’বেলা খেতেও দেন শিক্ষার্থীদের। বিনা টাকায় চিকিৎসা আর ওষুধ দেয়ার কারণে গুলশান-বারিধারার বস্তিবাসীর কাছে অন্যরকম মানুষ ড্যানিয়েল নর্টন। তাঁর আনন্দ স্কুলের বাচ্চাদের বছরজুড়েই স্বাস্থ্যসেবা দেন একাধিক বিদেশি ডাক্তার। শিশু-কিশোরদের সেবাযতœ আর পড়ালেখার দায়িত্ব নিয়ে এদেশে আনন্দেই দিন কাটাচ্ছেন দু’বছর আগে বাংলাদেশে আসা ড্যানিয়েল।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি