হাই রিস্ক প্রেগনেন্সি ফাউন্ডেশনের মিলন মেলা
প্রকাশিত : ২১:০৩, ৩ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ২১:০৮, ৩ ফেব্রুয়ারি ২০২৩
রাজধানীর ধানমন্ডিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো হাই রিস্ক প্রেগনেন্সি অ্যান্ড প্রি ম্যাচিউর বার্থ ফাউন্ডেশন এর দ্বিতীয় মিলন মেলা। অনুষ্ঠানে ফাউন্ডেশন এর রেজিস্টার ও সদস্য ছাড়াও ছিলেন উক্ত ফাউন্ডেশন এর সাথে যুক্ত চিকিৎসক এবং মডারেটররা।
শুক্রবার দুপুর ১২.৩০ মিনিটে ধানমন্ডিতে অবস্থিত মুগল কাবাব হাউস রেস্টুরেন্টে অনুষ্ঠানটির উদ্বোধন করেন ফাউন্ডেশনের ফাউন্ডার তাসনুভা ইসলাম।
এ সময় মা এবং শিশুর উপস্থিতিতে মিলন মেলা হয়ে উঠেছিল আনন্দ মুখর। এ সময় ফুল এবং শুভেচ্ছাবার্তা লেখা কাগজ দিয়ে অতিথিদের বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোম মেড ফুড ফর বেবিজ বাই জাফরিন (home made food for babies by jafrin) এর প্রতিষ্ঠাতা নুজহাত তাবাসসুম জাফরীন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার মুহিব মুহাম্মদ কবির, ডাক্তার চৌধুরী আসিফ হাসান এবং ডাক্তার লুতফিয়া আক্তার।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত চিকিৎসকদের ক্রেস্টের মধ্যদিয়ে সম্মাননা প্রদান করা হয়।
গেল চার বছর ধরে এই ফাউন্ডেশনটি উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভবতী মায়েদের অনলাইনে সহায়তা করে চলেছে।
মিলন মেলা অনুষ্ঠান থেকে ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইট শুরুর ঘোষণা দেন ফাউন্ডেশনের ফাউন্ডার তাসনুভা ইসলাম।
এসবি/