ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

হাইতিতে জরুরি অবস্থা জারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৫, ৪ মার্চ ২০২৪

হাইতি সরকার রাত্রিকালীন সান্ধ্য আইন এবং জরুরি অবস্থা জারি করেছে। রাজধানীর প্রধান কারাগারে সশস্ত্র দলের হামলায় অন্তত ১২ জন নিহত হওয়ার পর হাইতি সরকার রোববার এই পদক্ষেপ নিয়েছে।

এক বিবৃতিতে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সান্ধ্য আইন সন্ধ্যে ৬টা থেকে ভোর ৫টা পর্যন্ত বলবৎ থাকবে এবং এই সান্ধ্য আইন রোববার থেকে বুধবার পর্যন্ত চলবে।

অবস্থার ঘোষণা দিয়ে হাইতি সরকার জানিয়েছে, হত্যাকারী, অপহরণকারীসহ সহিংস অপরাধী এবং কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দীদের খুঁজতেই এমনটি করা হয়েছে। অবস্থার প্রেক্ষিতে উভয় পদক্ষেপের মেয়াদ বাড়তে পারে।

হাইতির অর্থমন্ত্রী প্যাট্রিক বোইসভের্ত বলেন, ‘কারফিউ কার্যকর ও সমস্ত অপরাধীদের গ্রেপ্তারে সমস্ত আইনি উপায় ব্যবহারের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।’

কারাগারে গ্যাংয়ের হামলায় কারাগারের বেশ কয়েকজন কর্মী আহত হয়েছে বলে জানিয়েছে হাইতি সরকার। দেশটির সরকার জানিয়েছে, ন্যাশনাল পেনিটেনশিয়ারি ও ক্রোইক্স ডেস বুকেটস কারাগারে গ্যাংয়ের হামলা রুখতে পুলিশ তাদের সাধ্যমত প্রচেষ্টা চালিয়েছে। 

ক্রোইক্স ডেস বুকেটস কারাগার থেকে কতজন বন্দী পালিয়েছে তা এখনও জানা যায়নি। ওই কারাগারটিতে এক হাজার ৪৫০ বন্দী ছিল বলে জানা গেছে।

প্রসঙ্গত, বারবুয়েসে গ্যাংকে নেতৃত্ব দিচ্ছেন সাবেক পুলিশ কর্মকর্তা জিমি চেরিজিয়ের। সশস্ত্র দলটি হাইতির প্রধানমন্ত্রী এরিয়েল হেনরিকে উৎখাত করতে চায়। ২০২১ সালে হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইসি হত্যার শিকার হওয়ার পর থেকে হেনরি ক্ষমতায় আছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি