ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

হাইভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি হচ্ছে ইতালি-ইংল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৪, ২৩ মার্চ ২০২৩

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের হাইভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি হচ্ছে ইতালি-ইংল্যান্ড। 

ডিয়াগো ম্যারাদোনা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত পৌনে ২টায়।

বিশ্বকাপে টানা তিন আসরে অংশ নিতে না পারলেও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ঠিকই দাপট  দেখায় ইতালি। সর্বশেষ টুর্নামেন্টেও শিরোপা জিতেছে তারা। 

এবার বাছাইপর্বেই শক্তিশালী প্রতিপক্ষে মুখোমুখি হতে হচ্ছে আর্জুরিদের। তবে ক্লাব পর্যায়ের ফর্ম বিবেচনায় তারুণ্য নির্ভর দল নিয়ে ঘরের মাঠে জয়েই চোখ রোবের্ত মানচিনির। 

এদিকে, চূড়ান্ত পর্বের দিকে এগিয়ে থাকতে জয় ছাড়া কিছুই ভাবছে না ইংল্যান্ড। 

অপর ম্যাচে একই সময় লিখটেনস্টেইনের বিপক্ষে মাঠে নামছে পর্তুগাল।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি