ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হাউজিং প্রজেক্টে ৮৯০ কোটি টাকা ঋণ দিবে আইডিবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৫, ৫ জুলাই ২০১৭ | আপডেট: ১৭:১৮, ৫ জুলাই ২০১৭

ছবি: ইসলামি উন্নয়ন ব্যাংকের লোগো।

ছবি: ইসলামি উন্নয়ন ব্যাংকের লোগো।

Ekushey Television Ltd.

বাংলাদেশের পল্লী ও নগর ভিত্তিক হাউজিং প্রজেক্টর জন্য ৯৪.৭৫ মিলিয়ন ইউরো ঋণ এবং ০.৩১ মিলিয়ন ইউরো অনুদান প্রদান করবে ইসলামি উন্নয়ন ব্যাংক (আইডিবি)। ইউরো প্রতি ৯৪ টাকা হিসেব ধরলে ঋণের ক্ষেত্রে দাঁড়ায় প্রায় আটশ ৯০ কোটি ৬৫ লাখ এ। আর অনুদান দাঁড়ায় ২ কোটি ৯১ লাখ ৪০ হাজার এ।

সোমবার আইডিবির ৩২০তম বোর্ড সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। প্রথম বারের মতো বাংলাদেশে গৃহায়ণ খাতে এ ঋণ দিতে যাচ্ছে জেদ্দা ভিত্তিক এই ব্যাংক।

বাংলাদেশের শহর ও গ্রামীণ এলাকায় বহুতল ভবন নির্মাণের জন্য ‘রুরাল অ্যান্ড আরবান হাউজিং প্রজেক্ট ইন বাংলাদেশ’ শীর্ষক একটি প্রকল্প হাতে নেয় বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি)। এই প্রকল্প বাস্তবায়নে সর্বমোট ১৪০.৩৫ মিলিয়ন ইউরো ব্যয় হবে।

 //টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি