ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শ্রীদেবীর অস্থি বিসর্জন

হাউহাউ করে কাঁদলেন বনি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৩, ৯ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

শ্রীদেবীর মৃত্যুর ১৩ দিনের মাথায় অস্থি বিসর্জন দিতে দরিদ্বারে গিয়েছেন বনি কাপুর। অনিল কাপুর এবং মনীষ মালহোত্রাকে সঙ্গে নিয়ে বনি কাপুর যখন হরিদ্বারের দিকে রওনা দেন, তখন থেকেই শুরু হয় জল্পনা। হরিদ্বারে পৌঁছে মন্ত্র উচ্চারণ করে স্ত্রীর অন্তিম ক্রিয়াকর্ম সারেন বনি। এরপরই চিরতরে বিদায় জানান স্ত্রীকে। শ্রীদেবীর অস্থি বিসর্জন দিতে গিয়েই হাউহাউ করে কেঁদে ওঠেন কাপুর।

স্ত্রীকে শেষ বিদায় জানাতে গিয়ে যেন চোখের অশ্রু বাঁধ মানছিল না বনি কাপুরের। শিশুর মতই কেঁদে ফেলেন তিনি। তাঁকে সান্তনা দিতে এগিয়ে আসেন ভাই অনিল কাপুর। কিন্তু, কোনওভাবেই যেন বনিকে সামলানো যাচ্ছিল না। শ্রী-কে শেষ বিদায় জানাতে গিয়ে সব বাঁধ যেন ভেঙে যাচ্ছিল বনি কাপুরের।

প্রসঙ্গত, দুবাইতে শ্রীদেবীকে মৃত অবস্থায় দেখার পরই থেকেই ভেঙে পড়েছিলেন বনি কাপুর। সেদিনও কিছুতেই চুপ করানো যাচ্ছিল না তাঁকে।

সূত্র : জি নিউজ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি