ঢাকা, রবিবার   ৩০ জুন ২০২৪

হাকালুকি হাওরের পানির ভৌত রাসায়নিক গুণাগুণের পরিমাপ সন্তোষজনক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১০, ২৩ এপ্রিল ২০১৭

বর্তমানে হাকালুকি হাওরের পানির ভৌত রাসায়নিক গুণাগুণের পরিমাপ সন্তোষজনক বলে জানিয়েছেন, জেলা মৎস্য কর্মকর্তা আ ক ম শফিকুজ্জামান।
শনিবার বিকেলে মৌলভীবাজারে হাকালুকি হাওরে মাছ মরে যাওয়ার কারণ ও বর্তমান অবস্থা বিষয়ে সাংবাদিকদের সাথে পর্যালোচনা সভা করে জেলা মৎস্য বিভাগ। এসময় জেলা মৎস্য কর্মকর্তা জানান, ধান পচে পানির অক্সিজেন ও পিএইচ কমে গিয়ে অ্যামোনিয়া বৃদ্ধি পাওয়ায় মাছ মরে যায়। তবে প্রবল বৃষ্টিতে পানিতে আবারও ভারসাম্য ফিরে আসতে শুরু করেছে বলে জানান তিনি।


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি