হাজার কোটি টাকার চামড়া নষ্ট (ভিডিও)
প্রকাশিত : ১০:৪৭, ১৯ আগস্ট ২০১৮ | আপডেট: ১১:৩৮, ১৯ আগস্ট ২০১৮
যথাযথ প্রক্রিয়ায় সংগ্রহ এবং সংরক্ষণের অভাবে প্রতিবছর এক থেকে দেড় হাজার কোটি টাকার চামড়া নষ্ট হয় বলে জানিয়েছে ট্যানারি মালিকদের সংগঠন-বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। মৌসুমী ব্যবসায়ীদের দৌরাত্ম, পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবে চামড়া সংরক্ষণ বাধাগ্রস্ত হয় বলে জানিয়েছেন, কাঁচা চামড়া ব্যবসায়িরা।
প্রতি বছর ঈদুল আজহায় প্রায় এক কোটি ১০ লাখ পশুর চামড়া সংগ্রহ করা হয়। কাঁচা চামড়া ব্যবসায়িরা বলছেন, সংরক্ষণের অভাব আর অদক্ষ হাতে কাটায়, সংগ্রহ করা চামড়ার শতকরা ১০ থেকে ১৫টি নষ্ট হয়ে যায়।
চামড়া সংরক্ষণে ব্যবসায়িদের পক্ষ থেকে স্বল্প পরিসরে কিছু প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়। তবে, অপরিপক্ক মৌসুমী ব্যবসায়িদের কারণে, কাঁচা চামড়া সংরক্ষণ কার্যক্রম বিঘিœত হয়।
ট্যানারি মালিকরা বলছেন, ভালোভাবে চামড়া সংরক্ষণ করা না হলে, গুণগত মান কমে যায়। এ’কারণে বছরে প্রায় দেড় হাজার কোটি টাকা ক্ষতি হয় বলে জানান তারা।
এ’ অবস্থায় প্রচার-প্রচারণার মাধ্যমে সচেতনতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ কার্যক্রম জোরদারের তাগিদ দিয়েছেন চামড়া ব্যবসার সঙ্গে জড়িতরা।
আরও পড়ুন