ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হাজারীবাগ থেকে ট্যানারি কারখানাগুলো সাভারে স্থানান্তরে বিলম্ব

প্রকাশিত : ০৯:৫৩, ১১ এপ্রিল ২০১৬ | আপডেট: ১২:৪৮, ১১ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

মালিকদের উদাসীনতা, আর্থিক সংকট এবং বিসিক ও শিল্পমন্ত্রণালয়ের সমন্বয়ের অভাবে হাজারীবাগ থেকে ট্যানারি কারখানাগুলো সাভারে স্থানান্তরে বিলম্ব হচ্ছে। ট্যানারি শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা এ’কথা জানিয়েছেন। তারা বলেন, কারখানা সাভারে নিতে সরকারি সহায়তা পেলেও প্লটের মালিকানা বুঝে না পাওয়ায় ব্যাংক ঋণ পাচ্ছেন না তারা। এ’ব্যাপারে বিসিক চেয়ারম্যানের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া য়ায়নি। রাজধানীর হাজারিবাগ দেশের প্রথম ও প্রধান কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণ এলাকা। ছোট-বড় দুই শতাধিক কারখানা রয়েছে এখানে। প্রতিদিন এ’সব কারখানা থেকে প্রায় ২২ হাজার ঘনমিটার অপরিশোধিত বর্জ্য ফেলা হচ্ছে ড্রেনে। জনস্বার্থে এই এলাকা থেকে ট্যানারি শিল্প সরানো এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। ট্যানারি শিল্প সাভারে স্থানান্তরে বারবার উদ্যোগ নেয়া হলেও, তা কার্যকর হচ্ছে না। মালিকরা স্বীকার করলেন, তাদের উদাসীনতায় কারখানা সরাতে দেরি হচ্ছে। এছাড়া, সাভারে শিল্প প্লট মালিকদের বুঝিয়ে না দেয়া, ট্যানারি পল্পী পরিপূর্ণভাবে প্রস্তুত না হওয়াসহ বেশকিছু জটিলতার কথাও জানান তারা। এ’সব অভিযোগের ব্যাপারে কথা বলতে বারবার চেষ্টা করেও পাওয়া যায়নি বিসিক চেয়ারম্যান হযরত আলীকে। তবে, প্রকল্প পরিচালক জানালেন, কারখানা তৈরির জন্য প্রস্তুত হেমায়েতপুরের ট্যানারি শিল্প নগরী। অবকাঠামো উন্নয়নের পাশাপাশি সব ধরণের সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি