ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হাজী মোহাম্মদ ইকবাল দাদা আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪০, ৯ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র প্রাক্তন পরিচালক এবং এম এম আগা লিঃ’র ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোহাম্মদ ইকবাল দাদা আর নেই। তিনি গত ৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে চেম্বার পরিচালকমন্ডলীর পক্ষে সভাপতি মাহবুুবুল আলম, সিনিয়র সহ-সভাপতি ওমর হাজ্জাজ ও সহ-সভাপতি তরফদার মোঃ রুহুল আমিন গভীর শোক প্রকাশ করেছেন।

চেম্বার প্রেসিডিয়াম বলেন, ‘মরহুম তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবনে চিটাগাং চেম্বারসহ ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান ও আর্থ-সামাজিক উন্নয়নে যে অবদান রেখে গেছেন তা স্মরণীয় হয়ে থাকবে।’

চেম্বার প্রেসিডিয়াম মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর মৃত্যুতে যে শোক ও শুন্যতার সৃষ্টি হয়েছে তা যাতে পরিবারের সদস্যবৃন্দ সহ্য করতে পারেন সেজন্য পরম করুণাময় আল্লাহ্তা’লার রহমত কামনা করেন।

উল্লেখ্য, ০৫ ফেব্রুয়ারি বুধবার বাদ মাগরিব ষোলশহরস্থ বন গবেষণাগার জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি