ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

হাত-পা বাঁধা অবস্থায় কবরস্থান থেকে সেনাসদস্যকে উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২৮, ১১ জানুয়ারি ২০২৫

হাসপাতালে ভর্তি আহত সেনাসদস্য

হাসপাতালে ভর্তি আহত সেনাসদস্য

চুয়াডাঙ্গায় কবরস্থান থেকে হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শনিবার (১১ জানুয়ারি) চুয়াডাঙ্গা শহরের জান্নাতুল মাওলা কবরস্থান থেকে তাকে উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে পাওয়া কিছু আলামত দেখে পুলিশের প্রাথমিক ধারণা, তিনি সেনাসদস্য হতে পারেন। তার পরিচয় সনাক্তে চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্পের সদস্যরা তদন্ত করছেন বলে জানা গেছে। 

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, শনিবার বেলা পৌনে ১২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে জানতে পারি জান্নাতুল মাওলা কবরস্থানের বাগানের মধ্যে হাত-পা বাঁধা ও অচেতন অবস্থায় এক ব্যক্তি পড়ে আছেন। পরে আমিসহ পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে যুবককে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করি।

তিনি আরও বলেন, হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর একটু সুস্থ বোধ করলে নিজের নাম শরিফুল ইসলাম শান্ত বলে জানান আহত ব্যক্তি। তিনি নিজেকে একজন সেনাবাহিনীর সৈনিক বলে দাবি করেন। তার কর্মস্থল খুলনায় ও বাড়ি চট্রগ্রামে বলে জানিয়েছেন তিনি। 

ওসি খালেদুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে সেনাবাহিনীর মনোগ্রামযুক্ত শীতের পোশাক (ট্রাকসুট) ও জ্যাকেটের একটা পাট (গলায় মাফলার হিসেবে ব্যবহার করা হয়) পাওয়া গেছে। হাতে থাকা ঘড়িটিও সেনাবাহিনীর মনোগ্রামের রঙের সঙ্গে মিল রয়েছে। এছাড়া, তার প্রাথমিক আলামত ও চুলের কার্টিং দেখে ধারণা করা হচ্ছে সেনাসদস্য হতে পারেন। যাচাই করার জন্য বিজিবি ও সেনাসদস্যদের জানানো হয়েছে। বিজিবি যাচাই করে জানিয়েছেন এই যুবকের সঙ্গে বিজিবির কোন সংশ্লিষ্টতা নেই। তবে সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও তদন্ত চলছে। 

কক্সবাজার জেলার চকরিয়ার উপজেলার ভিলিজার গ্রামের ৬নং ওয়ার্ডের বাসিন্দা তিনি। তার গ্রামের বাড়িতে খবর পাঠানো হয়েছে। তবে জানা গেছে, তিনি  ১৫ দিন আগে ট্রেনিংয়ের কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন। তার বাড়ির লোকজন আসলে বিস্তারিত জানা যাবে বলে জানান ওসি।

চুয়াডাঙ্গা আর্মি ক্যাম্প সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া যুবক সেনাবাহিনীর সদস্য কিনা তা এখনও সনাক্ত করা যায়নি। তদন্ত চলমান রয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি