ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

হাত মিলিয়েই বুঝে নিন সামনের মানুষটি কেমন

প্রকাশিত : ১৫:৫৮, ১৪ মে ২০১৯

একজন মানুষের বডি ল্যাঙ্গুয়েজ থেকে তার সম্পর্কে অনেক কিছু জানা যেতে পারে, যদি আপনার শরীরের ভাষা পড়ার ক্ষমতা থাকে। ঠিক তেমনই নতুন আলাপ হওয়া কারোর সঙ্গে হ্যান্ডশেক করার সময়ই তার মনোভাব কিছুটা আঁচ করা যেতে পারে বৈকি।

হ্যান্ডশেকেরও রকমফের রয়েছে আর এই রকমফেরই বলে দেবে আপনার উলটোদিকের মানুষটি কী ভাবছেন।

১. হ্যান্ডশেক করার সময় যদি হাতের তালু ঘামে ভিজে থাকে, তাহলে বুঝবেন সামনের মানুষটি রীতিমত ভয় পেয়ে আছেন। খুব সম্ভবত তার আত্মবিশ্বাসের অভাব রয়েছে। আর সেই কারণেই ঘাবড়ে আছেন তিনি।

২. যার সঙ্গে হ্যান্ডশেক করছেন, তার হাত যদি খুব ঠাণ্ডা থাকে তাহলে বুঝবেন মানুষটি আপনার সঙ্গে আলাপে খুব একটা আগ্রহী নন। ঠাণ্ডা হাতে যারা হ্যান্জশেক করেন, তারা খুব একটা মিশুকে হন না, নিজকে নিয়েই থাকতে ভালোবাসেন।

৩. খুব আগ্রহ নিয়ে জোরে জোরে বারবার হাত ঝাঁকিয়ে এবং খুব জোরে চাপ দিয়ে যারা হাত মেলান, তাদের সব সময় বিশ্বাস না করাই ভালো। হতে পারে তিনি মানুষটিই এ রকম। আবার এটাও হতে পারে তিনি অতিরিক্ত আগ্রহ দেখিয়ে আসলে কিছু আড়াল করার চেষ্টা করছেন।

৪. একহাত দিয়ে হাত মিলিয়ে অন্যহাতটি সেই হাতের ওপরে রেখেও অনেকে হ্যান্ডশেক করেন। কারোর প্রতি মনযোগ ও ভালোবাসা বোঝাতেই এভাবে হ্যান্ডশেক করা হয়ে থাকে।

সূত্র: এই সময়

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি