হাতিয়ায় ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ সংস্কারের দাবি (ভিডিও)
প্রকাশিত : ১২:৪৯, ১৭ জুন ২০১৯
ঘূর্ণিঝড় ফণির আঘাতে ক্ষতিগ্রস্ত নোয়াখালীর হাতিয়ায় বেড়িবাঁধ এখনও সংস্কার হয়নি। ফলে জোয়ারের পানিতে ডুবছে ফসলি জমি, পুকুর, ঘরবাড়ি। এরইমধ্যে এলাকা ছেড়ে চলে গেছে ক্ষতিগ্রস্ত কয়েকশ’ পরিবার। আসছে বর্ষার কথা চিন্তা করে উদ্বিগ্ন নদীপাড়ের মানুষ।
দ্বীপ উপজেলা হাতিয়ায় ঘূর্ণিঝড় ফণির ছোবলে তমরদ্দি, কেরিংচর, বয়ারচর, জনতাবাজার ও চানন্দি এলাকায় কয়েকটি স্থানে বেড়িবাঁধ ভেঙ্গে যায়।
এখন জোয়ারের সময় নোনা পানি ঢুকে নষ্ট হচ্ছে ফসল, ফলজ বৃক্ষ, মিঠা পানির মাছ ও গবাদি পশুর চারণভূমি। ভাঙা বাঁধ দিয়ে পানিতে ডুবছে লোকালয়।
আসছে বর্ষায় বিপদের কথা ভেবে এরই মধ্যে ভাঙন এলাকা ছেড়ে গেছে অনেক পরিবার।
তবে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ মেরামতে এরই মধ্যে ঠিকাদার নিয়োগের কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।
জরুরি ভিত্তিতে বেড়িবাঁধ সংস্কার, রিং বেড়ি নির্মাণ ও ব্লক ফেলে ভাঙন রোধের দাবি ভুক্তভোগীদের।
আরও পড়ুন