ঢাকা, মঙ্গলবার   ২৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

হাতে অর্থ আসার সম্ভাবনা বেশি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৬, ৩০ এপ্রিল ২০২২ | আপডেট: ১৪:২৮, ৩০ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

রাশিফলের পক্ষে-বিপক্ষে, বিশ্বাস করা, না করা নিয়ে বিতর্ক রয়েছে বিস্তর। তারপরও প্রতিদিনি সকালে পত্রিকার পাতায় নিজের রাশিফল দেখার মতো মানুষ কম নেই। যুক্তরাষ্ট্রের উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী ড. মার্গারেট হ্যামিলটনের ভাষ্য, সংবাদপত্রে প্রকাশিত ৭০ শতাংশ রাশিফলে থাকে ইতিবাচক কথা। আর রাশিফল পড়ে মানুষ দৈনন্দিন জীবনের অনিশ্চয়তা, উদ্বেগ থেকে এক ধরনের মুক্তির পথ খোঁজে। তবে নানা কারণে জীবনে যেমন ব্যর্থতা থাকে, পাশাপাশি মেধা, কঠোর পরিশ্রম, অধ্যবসায়ের মাধ্যমে মানুষ নিজেই তার ভাগ্য গড়ে নিতে পারে।

মিলিয়ে নিন আপনার এ সপ্তাহের (৩০ এপ্রিল থেকে ৬ মে) রাশি…
মেষ: (২১ মার্চ-২০ এপ্রিল)
মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এ সপ্তাহে বেশ উৎসাহ-উদ্দীপনা তৈরি হতে পারে। কাজকর্মে বেশ সফলতা পেতে পারেন। হাতে টাকা পয়সা চলে আসার সম্ভাবনা বেশ বেশি, তবে খরচের চাপও থাকবে। কারও কারও সংসারে কিছুটা চিন্তা বাড়তে পারে। তবে আনন্দ উৎসব ও উদ্দীপনার ভেতর দিয়েই সপ্তাহটা বেশ ভালভাবেই কেটে যেতে পারে। বুঝে সামলে চলুন।

বৃষ (২১ এপ্রিল-২০ মে)
বৃষ রাশির বন্ধুদের জন্য বলবো এ সপ্তাহে নানান পরিচিত সমস্যার সমাধানকল্পে আপনার ব্যস্ততা বেড়ে যেতে পারে। ব্যয় বৃদ্ধির যোগ দেখা যায়। যতটা সম্ভব ব্যয় নিয়ন্ত্রণে সতর্কতা মেনে চলুন। আত্মীয়-স্বজন, ভাইবোন কারো বিবাহ সংক্রান্ত বিষয়ে আপনার ব্যস্ততা বেড়ে যেতে পারে। একটু বুঝে সামলে চলতে পারলে ভাল করবেন।

মিথুন (২১ মে-২০ জুন)
এ সপ্তাহে আপনার জন্য আর্থিক নানা সুযোগ সুবিধা বাড়তে পারে। তবে সতর্ক না থাকলে পরিবারে কলহের পরিবেশ তৈরি হতে পারে। দাম্পত্য বিষয়েও সতর্কতা মেনে চলুন, নইলে দাম্পত্য কলহেও ভুগতে পারেন। দূর থেকে কোন বিভ্রান্তিকর তথ্য আপনাকে হতাশ করতে পারে। সতর্ক না থাকলে প্রেমে বা রোমান্সে জটিলতা বেড়ে যেতে পারে।

কর্কট (২১ জুন-২০ জুলাই)
এ সপ্তাহে কর্কটের বন্ধুদের জন্য বেশ সতর্কতা মেনে চলা প্রয়োজন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অনিচ্ছাকৃত ঝামেলা আপনাকে অস্থির করতে পারে। পাওনা টাকা আদায় হতে পারে। তবে আর্থিক ঝামেলায় কষ্ট পেতে পারেন। চাকরিতে শুভ যোগাযোগ বাড়তে পারে। কর্মস্থলে আপনার অবস্থান বেশ ভাল হয়ে যেতে পারে। প্রেম রোমান্স বিনোদন বেশ শুভ হতে পারে। বেড়াতে যেতে পারেন।

সিংহ (২১ জুলাই-২১ আগস্ট)
সিংহ রাশির জাতক জাতিকার জন্য এ সপ্তাহটা বেশ শুভ হতে পারে। হাতে টাকা পয়সা চলে আসতে পারে। যোগাযোগ জনসংযোগ শুভ ফলদায়ক হতে পারে। পুরাতন সব আটকে থাকা কাজকর্মে নতুন গতি আসতে পারে। কেউ কেউ এ সপ্তাহে ভ্রমণ করতে পারেন। ব্যবসা বাণিজ্যে লাভ হওয়ার সম্ভাবনা আছে যথেষ্ট। প্রেম রোমান্সে গতি আসতে পারে।

কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
এ সপ্তাহে কন্যা রাশির বন্ধুদের জন্য তেমন শুভ নাও হতে পারে। একটু বুঝে সামলে চলতে পারলে ভাল। প্রেমে ব্যর্থতা ভুল বোঝাবুঝি টাকাপয়সা প্রাপ্তিতে বাঁধা আত্মীয় বন্ধু নিয়ে দুর্ভাবনা আর্থিক টানাটানি চিন্তা-ভাবনা কিছুটা বাড়তে পারে। ফলে একটু সতর্কতা মেনে চলুন। যুক্তি বুদ্ধির আলোকে চলুন।

তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)
এ সপ্তাহটা আপনার জন্য বেশ ভাল যেতে পারে। আপনার কাজকর্মে সাফল্য বা সফলতাপ্রাপ্ত হতে পারেন। পরিকল্পনা অনুযায়ী কাজকর্ম এগিয়ে নেওয়া তেমন কঠিন হবে না। তবে সতর্ক না থাকলে কলহ বাদ-বিবাদে জড়িয়ে যেতে পারেন। পিতামাতার সাথে আলাপচারিতায় সতর্ক থাকুন, নইলে বাদ-বিবাদে জড়িয়ে পড়তে পারেন। প্রেম বা রোমান্স তেমন শুভ নাও হতে পারে। সতর্কতা মেনে বুঝে চলুন।

বৃশ্চিক (২৩ অক্টোবর-২২ নভেম্বর)
এ সপ্তাহটা মোটামুটি ভাল যেতে পারে। আপনার কাজকর্মে সফলতা বাড়তে পারে। শরীর স্বাস্থ্য বেশ ভাল যেতে পারে, ব্যয় কিছুটা বৃদ্ধি পেলেও আয় উন্নতির সম্ভাবনাও আছে। তবে হতাশা বা দুশ্চিন্তাকে ঠায় দেওয়া ঠিক হবে না। তাহলে কিছুটা অবসাদ আসতে পারে। তবে সবকিছুর ঊর্ধ্বে আপনার মানসিক উদ্যম বজায় থাকবে। প্রেমে বা রোমান্সে প্রতারণার ভয় আছে।

ধনু (২৩ নভেম্বর-২০ ডিসেম্বর)
ধনু রাশি জাতক জাতিকার জন্য এ সপ্তাহটা বেশ ভাল যেতে পারে। আপনার সামাজিক কাজকর্মে বেশ সফলতা আসতে পারে। যারা রাজনীতির সাথে সরাসরি জড়িত তাদের জন্যও বেশ সফলতা আশা করা যায়। নতুন পরিচয় নতুন যোগাযোগ বাড়তে পারে যা ভবিষ্যতে আপনার জন্য উপকারী প্রমানিত হতে পারে। প্রেম-রোমান্স বেশ সুফল হতে পারে। নিজেকে নিজের মত করে বুঝে সামলে চলুন। ভাল সময়ের সফলতা পেতে সচেষ্ট থাকুন।

মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)
মকর রাশির বন্ধুদের জন্য এ সপ্তাহটা বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। সামাজিক কাজকর্মে আপনার উৎসাহ-উদ্দীপনা বেড়ে যেতে পারে। তবে ব্যবসা বাণিজ্যে বেশ সতর্কতা প্রয়োজন, নইলে মতানৈক্য তৈরি হতে পারে। বেদেশিক যোগাযোগ বাড়তে পারে। কারো কারো বিদেশ থেকে টাকা-পয়সা আসতে পারে। তবে আয়ের সাথে সাথে ব্যয়ের চাপও বেড়ে যেতে পারে। প্রেমে বা রোমান্সে চাপ বাড়তে পারে।

কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য এ সপ্তাহটা বেশ সুফলদায়ক হতে পারে। আপনার কাজকর্মে সফলতা বাড়তে পারে। রাজনৈতিক বা সামাজিক যোগাযোগ যথেষ্ট সফল হতে পারে। দূর থেকে কেউ সুসংবাদ পেতে পারেন। বিদেশ থেকে টাকাপয়সা আসার সম্ভাবনা আছে সম্ভ্রাব্য ক্ষেত্রে। কারো কারো বাড়িতে নতুন অতিথি আসতে পারে। বাড়তে পারে ব্যস্ততা। প্রেমে বা রোমান্সে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
এ সপ্তাহে মীন রাশির বন্ধুদের জন্য প্রথম সতর্কতা আপনাদের শারীরিক সমস্যা তৈরি হতে পারে। ফলে প্রয়োজনীয় ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ গ্রহণ করা ভাল হতে পারে। মনের চঞ্চলতা কিছুটা বাড়তে পারে। আর্থিক চাপ কিছুটা বাড়তে পারে। তবে যারা চাকরি করেন তাদের জন্য শুভ হতে পারে। নতুন যোগাযোগ কিংবা বন্ধুত্ব হতে পারে। দূর থেকে পেতে পারেন কোন সুসংবাদ। প্রেমে আর্থিক চাপ তৈরি হতে পারে।

-ড. বিশ্বজিৎ হালদার


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি