হাতে লেখা বিশ্বের সবচেয়ে বড় কোরআন!
প্রকাশিত : ১৭:৫০, ২৪ আগস্ট ২০১৭
স্কুল জীবন শেষ করতে না পারা পঞ্চাশোর্ধ্ব সাদ মুহাম্মদ নামের একজন মিশরীয় তিন বছরের প্রচেষ্টায় পবিত্র কুরআনের এমন একটি সংস্করণ তৈরি করেছেন, যেটিকে মনে করা হচ্ছে বিশ্বের বৃহত্তম কোরআন।
কোরআন, মুসলিম সম্প্রদায়ের পবিত্র ধর্মগ্রন্থ যা শেষনবী হযরত মুহাম্মদের (সা.) উপর এটি অবতীর্ণ হয়। সাদ মুহাম্মদের নিজ হাতে তৈরি কুরআনের কপিটি খুবই গোছালোভাবে সজ্জিত। নিজ হাতেই তিনি এর প্রতিটি পৃষ্ঠা অলংকরণ করেছেন।
গুটানো অবস্থায় কুরআনটির ৭০০ মিটার লম্বা (২২৯৬ ফুট), উচ্চতা ৩৮১ মিটার। এটি উচ্চতায় এম্পায়ার স্টেট বিল্ডিং’র প্রায় দ্বিগুণ লম্বা।
উল্লেখ্য যে, এম্পায়ার স্টেট বিল্ডিং পৃথিবী তথা মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গগনচুম্বী অট্টালিকা বা সুউচ্চ ভবন।
উত্তর কায়রোর বেলকিনা শহরে বসবাসকারী সাদ মোহাম্মদ বিশ্বাস করেন, এখন পর্যন্ত এটাই সবচেয়ে বড় হস্তাক্ষরের কুরআন। কিন্তু রেকর্ড বুকে নিজের এই কর্ম অন্তর্ভুক্ত করার স্বপ্ন পূরণে তার কিছু আর্থিক সহযোগিতা প্রয়োজন বলে জানান তিনি।
তিনি জানান, এই কুরআন প্রস্তুত করতে বিপুল সংখ্যক কাগজ লেগেছে। একজন সাধারণ মানুষ হিসেবে আমার কাছে সম্পদ বলতে তেমন কিছুই নেই তারপরেও আমি গত তিন বছর ধরে এই উদ্যোগটি স্ব-অর্থায়নে চালিয়েছি।
উল্লেখ্য এর আগে ২০১৪ সালে আফগানিস্তানে হস্তলিখিত বৃহৎ কুরআনের আরেকটি সংস্করণ উন্মোচন করা হয়। যেটির উচ্চতা ছিল ২.২ মিটার এবং ১.৫৫ মিটার প্রশস্ত। ২১৮ পৃষ্ঠার সুন্দর হস্তলিপিতে লিখিত ওই কুরআনটির প্রচ্ছদে আবৃত করতে ২১ টি ছাগলের চামড়া ব্যবহার করা হয়। ৫০০ কিলোগ্রামের পবিত্র গ্রন্থটি তৈরির জন্য পাঁচ বছর সময় লেগেছিল। কিন্তু তারপরও গিনিস বুক অব রেকর্ডসে আনুষ্ঠানিকভাবে এটির কোন অন্তর্ভুক্তি নেই। সূত্র: বিবিসি।