ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

৭১’র এই দিনে

হানাদারমুক্ত হয় হিলি ও টাঙ্গাইল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫০, ১১ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৮:৪৩, ১৩ ডিসেম্বর ২০১৭

আজ ১১ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাজিত করে হিলি টাঙ্গাইল মুক্ত হয়।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে দেশের সর্ববৃহৎ যুদ্ধ হিলি’র মুহাড়াপাড়া এলাকায় সংঘটিত হয়েছিল, যুদ্ধ চলাকালীন সময়ে এখানে মাত্র তিনদিনের ব্যবধানে নিহত হয় ৫ শতাধিক পাকিস্তানী সেনা। শহীদ হন প্রায় ৭শ মুক্তিযোদ্ধা ও ভারতীয় মিত্র বাহিনীর সদস্য। প্রচন্ড যুদ্ধের পর ১১ ডিসেম্বর মুক্তিযুদ্ধের ৭নং সেক্টরের আওতায় হিলি শত্রু মুক্ত হয়।

১৯৭১ সালের এই দিনে রক্তক্ষয়ী যুদ্ধের পর পাকিস্তানী হানাদার বাহিনীর আত্মসমর্পণ ও পলায়ণের মধ্য দিয়ে মুক্ত হয় টাঙ্গাইল। মুক্ত দিবস উপলক্ষে টাঙ্গাইল পৌরসভার আয়োজনে ৬ দিনব্যাপী হানাদার মুক্ত দিবস উদযাপনের কর্মসূচি নেয়া হয়েছে।

 

 

আর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি