ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হানিফ ফ্লাইওভারে গাড়িচাপায় তিতুমীর কলেজের ছাত্রীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫২, ৩০ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারে গাড়িচাপায় তিতুমীর কলেজের এক ছাত্রীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ওই দুর্ঘটনায় মোটর সাইকেলচালক নাজমুল (২৫) আহত হয়েছেন।

নিহত ছাত্রীর নাম সাদিয়া আফরিন উর্মি (২২)। তিনি আফরিন তিতুমীর কলেজের মার্কেটিং বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, দুজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক সাদিয়া আফরিনকে মৃত ঘোষণা করেন।

সাদিয়া আফরিনের দুলাভাই আজমল হোসেন জানান, তারা দুজন সম্পর্কে বেয়াই-বেয়াইন। হানিফ ফ্লাইওভার থেকে নামার সময় একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন আফরিন। এ সময় অন্য আরেকটি গাড়ি আফরিনের মাথার উপর দিয়ে চলে যায়।

আহত নাজমুল সলিমুল্লাহ কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

এএইচএস 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি