হানিমুন থেকে নববধূ জেলে
প্রকাশিত : ১০:৫৪, ২ আগস্ট ২০১৭
যুক্তরাষ্ট্রের টেনেসিতে হানিমুন শেষে এক নববধূকে আটক করেছে সেখানকার পুলিশ। ২৫ বছর বয়সী কেট এলিজাবেথ প্রিচার্ড যখন আটক হন তখন তিনি বিয়ের পোশাক পরিহিত ছিলেন। খবর বিবিসির।
পুলিশের অভিযোগ ওই নববধূ একটি নাইন এমএম পিস্তল তার স্বামীর মাথায় ঠেকান এবং ট্রিগার চাপেন। ভাগ্য সহায় ছিলো যে পিস্তলে তখন কোনো গুলি ছিল না।
অবশ্য পরে আবার গুলি ভরেন পিস্তলে ও ফাঁকা গুলি ছুঁড়লে উপস্থিত লোকজন ভয়ে পালাতে থাকেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নবদম্পতি মদ্যপান করছিলো এবং মোটেলের বাইরে স্বামীর সঙ্গে ঝগড়া করছিলো।
একজন পুলিশ কর্মকর্তা বলেন, তিনি বিয়ের পোশাকের মধ্যে লুকিয়ে রাখা পিস্তল বের করে তার স্বামীর মাথায় ঠেকান। পরে নববধূকে জেলে নেয়া হয়।
আর//এআর
আরও পড়ুন