হাফিজ সাঈদকে গ্রেফতারের আহ্বান যুক্তরাষ্ট্রের
প্রকাশিত : ১৯:০৫, ২৫ নভেম্বর ২০১৭
পাকিস্তানি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার অন্যতম নেতা হাফিজ সাঈদকে পুনরায় গ্রেফতারের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলি খতিয়ে দেখে তাকে বিচারের মুখোমুখি করতে পাকিস্তানকে আহ্বান জানান তারা।
যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট হাফিজ সাঈদকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে। গত শুক্রবার পাকিস্তানের একটি আদালত হাফিজ সাঈদকে মুক্তি দেওয়ার পরপরই জাস্টিস ডিপার্টমেন্ট এ বিবৃতি দেন। উল্লেখ্য, হাফিজ সাঈদ গত এক বছর ধরে গৃহবন্দী রয়েছে।
এর আগে হাফিজ সাঈদকে আরও ৬০ দিন গৃহবন্দী করে রাখার আবেদন জানায় প্রসিকিউটররা। তবে কোর্ট জানায় হাফিজ সাঈদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে মুক্তি দিতে হচ্ছে।
হাফিজ সাঈদের মুক্তির কয়েক ঘণ্টা পরই যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানায়, পাকিস্তানকে অবশ্যই হাফিজ সাঈদকে গ্রেফতার করতে হবে। তাকে বিচারের মুখোমুখি করে তার শাস্তি নিশ্চিত করতে হবে। এদিকে এবারই প্রথম শুক্রবার বন্ধের দিনে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্রের জাস্টিস ডিপার্টমেন্ট।
তবে তড়িঘড়ি করে বিবৃতি দেওয়া প্রসঙ্গে জাস্টিস ডিপার্টমেন্ট বলছে, বিষয়টি খুব ‘সেন্সেটিভ’। তাই বন্ধের দিনে সংগঠনটি বিবৃতি দিতে বাধ্য হয়েছে। বিবৃতিতে বলা হয়, লস্কর-ই-তৈয়বার নেতা হাফিজ সাঈদের মুক্তিতে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। উল্লেখ্য, ২০০৮ সালের মুম্বাই হামলার জন্য হাফিজ সাঈদকে দায়ী করে আসছে ভারত ও যুক্তরাষ্ট্র। তাকে ওই হামলার মাস্টারমাইন্ড বলে চিহ্নিত করেছে দেশ দুটি।
সূত্র: দ্য ডন
এমজে/ এআর
আরও পড়ুন