ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

হাব এর দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১২, ২০ এপ্রিল ২০১৭

হজ্ব এজেন্সিস অ্যাসোসিয়েশন হাব এর দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। চলছে ভোট গননা।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে একযোগে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। রাজধানীর নয়াপল্টনের আনন্দ কমিউনিটি সেন্টারে ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। নির্বাচনে সাবেক সভাপতি জামাল উদ্দিনের নেতৃত্বে হাব সমন্বয় পরিষদ আর মহাসচিব শেখ আব্দুল্লাহর নেতৃত্বে হাব গণতান্ত্রিক ফোরাম নির্বাচন করছে। হাব গণতকান্ত্রিক ঐক্য ফ্রন্ট নামের ৩টি প্যানেল নির্বাচনে অংশ নেয়। মোট ভোটারের সংখ্যা ১১শ৫৮ জন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি